আমাদের কথা খুঁজে নিন

   

ডর্টমুন্ডের টানা তৃতীয় জয়

ঘরের মাঠে ডর্টমুন্ডের জয়ের নায়ক পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। ৫৫ মিনিটে মিডফিল্ডার মার্কো রয়েসের পাস থেকে খেলার একমাত্র গোল করেন তিনি। রয়েস দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়ে বল বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা লেভানদভস্কিকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে চার গোল করা লেভানদভস্কির বল জালে জড়িয়ে দিতে সমস্যা হয়নি। স্বাগতিক দল অবশ্য বড় ব্যবধানে জিততে পারতো। বুন্দেসলিগার গতবারের রানার্সআপরা প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ৩২টি শট নিয়েছে। পাশাপাশি স্ট্রাইকাররা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ডর্টমুন্ডকে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড আপাতত বুন্দেসলিগার শীর্ষে। দুটি করে ম্যাচ খেলে বায়ার্ন মিউনিখ, বেয়ার লেভারকুসেন ও এফএসভি মেইঞ্জের সংগ্রহ ৬ পয়েন্ট করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।