আমাদের কথা খুঁজে নিন

   

ডর্টমুন্ডের মাঠে আর্সেনালের প্রতিশোধ

এই জয়ের ফলে ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনাও বেড়ে গেল।
বুধবার রাতে বরুসিয়ার মাঠ সিগনাল-ইদুনা পার্কে আর্সেনালের জয়ের নায়ক ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজি।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬২ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের ক্রস থেকে হেড করে জয়সূচক গোলটি করেন তিনি।
এই জয়ের ফলে প্রতিপক্ষের মাঠে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রাখলো আর্সেনাল। এর মধ্যে তারা জিতেছে ১৩টিতে, বাকি দুটি ড্র।

গত মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মাঠে শেষ হেরেছিল তারা।
অন্যদিকে, এদিন ইউরোপীয় টুর্নামেন্টে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিল বরুসিয়া। কিন্তু বিশেষ মাইলফলকের মূহুর্তটি জয় দিয়ে রাঙাতে পারলো না গতবারের রানার্সআপরা।
এদিন গ্রুপের অপর ম্যাচে ইতালির নাপোলি ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে। আর্সেনাল ও নাপোলির জয়ে বরুসিয়া ডর্টমুন্ডের পরবর্তী রাউন্ডে ওঠার পথটা বেশ কঠিন হয়ে পড়লো।


চার ম্যাচ শেষে আর্সেনাল ও নাপোলির পয়েন্ট সমান ৯। কিন্ত গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল। আর ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ডর্টমুন্ড।
 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।