আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনালের কাছে ডর্টমুন্ডের হার

চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারালো আর্সেনাল। বুধবার সিগনাল ইন্দুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের টানা আট ম্যাচ জিতে 'এফ' গ্রুপে এদিন মাঠে নেমেছিল ডর্টমুন্ড। ৬২ মিনিটে অলিভার গিরোডের পাসে অ্যারন রামসের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

এমনকি ইংলিশ প্রতিপক্ষের কাছে কোনোদিন হারেওনি গতবারের ফাইনালিস্টরা। আর গত ম্যাচে এই আর্সেনালকে লন্ডনে ১-২ গোলে হারিয়েছিল তারা।

এদিন গ্রুপের আরেক ম্যাচে গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে মার্সেইকে ২-৩ গোলে হারিয়েছে নাপোলি। দুই অর্ধে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। আন্দ্রে আইয়ুর গোলে পিছিয়ে পড়লেও ২৪ মিনিটের মধ্যে গোকান ইনলার ও হিগুয়েনের গোলে ২-১ এ এগিয়ে প্রথমার্ধ শেষ করে ইতালিয়ান দলটি। ৬৪ মিনিটে থভিয়ান ফ্লোরেন ফরাসি দলকে আবারও সমতায় ফেরান। হিগুয়েনের ৭৫ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।

সমান ৯ পয়েন্ট আর্সেনাল ও নাপোলির। গোলব্যবধানে এগিয়ে শীর্ষে গানাররা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডর্টমুন্ড।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.