আমাদের কথা খুঁজে নিন

   

ডর্টমুন্ডের জয় ম্যানইউর হার

রবার্তো লিওয়ান্দোভস্কির নাম গত মৌসুমে আতঙ্ক ছড়িয়েছিল রিয়াল মাদ্রিদের মনে। পোলিশ এই তারকা চলতি মৌসুমেই বুরুসিয়া ডর্টমুন্ডকে এগিয়ে নিয়ে চলেছেন। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম রাউন্ডে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গকে ৪-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। দুই গোল করে ম্যাচের নায়ক ছিলেন রবার্তো লিওয়ান্দোভস্কিই। ডর্টমুন্ড জয় পেলেও রক্ষা পায়নি ডেভিড ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেড।

গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের কাছে ২-০ গোলে হেরে গেছে রেড ডেভিলরা! এর ফলে দ্বিতীয় লেগে ম্যানইউকে অন্তত ৩-০ গোলে জিততে হবে। অন্যদিকে বুরুসিয়া ডর্টমুন্ডকে দ্বিতীয় লেগে ড্র করলেই হবে।

ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছে গ্রিসে। ইউরোপীয় ফুটবলের জন্য এরচেয়ে বিস্ময়কর কিছু ছিল না গত মঙ্গলবার। পরাজয়ের পর ডেভিড ময়েস নিজেও বাকরুদ্ধ হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে এসে বললেন, 'আমি সত্যিই বিস্মিত। আমার দলের এমন পারফরম্যান্স কখনো দেখিনি। এমনকি আমি এখনো ভাবতে পারছি না দুটি গোল হজম করতে হয়েছে। ' রবিন ফন পার্সিও বিস্মিত। সেই সঙ্গে তিনি কিছুটা বিরক্তও।

ম্যানইউর পরাজয়ের কারণটা তিনি সরাসরিই বলে দিয়েছেন। দলের কারো সহযোগিতা পাচ্ছেন না পার্সি। এ কারণে নিজের মতোই খেলতে হচ্ছে মাঠে। ম্যানইউতে কিছু একটা সমস্যা হচ্ছেই। ডেভিড ময়েস সেই সমস্যাটা দূর করতে ব্যর্থ হচ্ছেন।

আলেঙ্ ফার্গুসনের সাজানো গোছানো দলটা একটা মৌসুম যাওয়ার আগেই বিধ্বস্ত হয়ে গেল!

চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার তালিকায় গত মৌসুমে রোনালদোর পাশাপাশিই ছিলেন রবার্তো লিওয়ান্দোভস্কি। গত মঙ্গলবার তিনি দুটি গোল করে এই তালিকার চার নম্বরে পেঁৗছে গেছেন। ৬ গোল করেছেন লিওয়ান্দোভস্কি। ১০ গোল করে ইব্রাহিমোভিচ আছেন সবার উপরে। ৯ গোল নিয়ে দুই নম্বরে আছে রোনালদো।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।