আমাদের কথা খুঁজে নিন

   

ডর্টমুন্ডের সহজ জয়

প্রথম রাউন্ডে ইতালির নাপোলির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল বরুসিয়া।
মঙ্গলবার নিজেদের মাঠে ১৯ মিনিটে পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কির গোলে প্রথম এগিয়ে যায় বরুসিয়া। ডিফেন্ডার এরিক ডার্ম, মার্কিন মিডফিল্ডার হেররিখ ও ফরোয়ার্ড মার্কো রয়েসের পরিকল্পিত আক্রমণ থেকে বল পান লেভানদোভস্কি। আর তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধে আরো বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি জার্মান দলটি।


স্বাগতিকদের দ্বিতীয়ার্ধের শুরুটা অবশ্য হয়েছে দারুণ। ষষ্ঠ মিনিটে লম্বা এক ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শট নেন গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং। ফরাসি গোলরক্ষক স্টিভ ম্যানদান্দা তা প্রতিহত করলেও বল আয়ত্বে নিতে পারেননি। আর সে সুযোগেই ব্যবধান বাড়ান রয়েস।
বরুসিয়ার তৃতীয় আর লেভানদোভস্কির দ্বিতীয় গোলটি ৮০ মিনিটে।

বল পায়ে বিপদজনক সীমানায় ঢুঁকে পড়া রয়েসকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যা থেকে দলের জয় নিশ্চিত করেন ২৫ বছর বয়সী লেভানদোভস্কি।
‘এফ’ গ্রুপের অপর ম্যাচে মেসুত ওজিলের নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। শক্তিশালী নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।