আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রসব বেদনার গল্প - সুরে সুরে....নো ডাউল্ট

বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।

কতগুলো বছর পেড়িয়ে আজও এইখানে আমি দাড়িয়ে.. আমার সোনার এই বাংলাদেশে.... কত রাজা এলো-গেলো, গরীবেরা কিজে পেলো সে ভাবনাই শুধু ভাবছি বসে.... (এবার চলুন একটু ইতিহাসে ঘুরে আসা যাক) ১৭৫৭--- ইংরেজ বাবুদের লালশার কাল হাতে তছনছ হল এই দেশটা জগতসেট আর মীরজাফরের চালে, অসহায় সিরাজের চেষ্টা ইতিহাস ঘুরে চিরে কখনও যে পাইনা, কোথায় হাড়াল তিতুমীর আর শরিয়ত ক্ষুদিরাম বেশ আছে, আছেতো সূর্যসেন ইতিহাসের একেমন বিমাতার আদালত আদম শহীদ কোথা, কোথা সে রজবআলী কোথায় হাড়াল তারা, দূর করে মুসিবত..... ১৯৪৭--- চারিদিকে হইহই - উল্লাসে রইরই... দু'শতক পরে সাহেব ফিরবে বাড়ি দ্বিজাতীয় তত্ত্বে, বিভাগ হবে শর্তে হিন্দুস্থান তারা গেল ছাড়ি.... এইসব ভাগাভাগি নিয়ে কত রাগারাগি গান্ধিজী উঠলেন মাথা নাড়ি অহিংসার আড়ালে হিংসার খেলা চলে ভারত পুরোটা হবে তার বাড়ি মুসলিম জাতিটাকে শিক্ষায় দূরে রেখে চাকরী-বাকরী কোথাও নেইযে সুযোগ আর বাবুদের তোশামোদে দাদারা যে খোশআমদে মুসলমানের হল মহা দূর্যোগ.. মুসলমানের হল মহা দূর্যোগ.. মানচিত্রের দাগ নিয়ে কত কাটাকাটি কাশ্মিরে নিয়ে আজো কারাগারি রক্তের রঙ নিয়ে হলিখেলা খেলে খেলে অবশেষে হল তার ছাড়াছাড়ি... এবার ১৯৫২--- মুখের ভাষা নাকি কেড়ে নেবে কেড়ে নেবে ভূট্টু আসে উর্দূ হাতে নিয়ে তমুদ্দুম মজলিস, বাঙলার কথা বলে প্রস্তাবনা গিয়ে আসে দিয়ে বরকত-শফিকেরা মিছিলে ছুটে গেল মায়ের ভাষাটাকে সাথে নিয়ে... দিয়ে দিল প্রাণ তবু দেয়নি যে ভাষা নিতে আজকে সে ভাষার দেখি ধ্বংসাবশেষ আবার এত সাধনা আর রক্তের দামটাকে তিরিশ মিনিটেই করে পুরো নিস্শেষ.....হুম! ১৯৭১--- এইখানে দুইবেলা খেটে খাওয়া মানুষের ভাগ্যের হলনা কোন পরিবর্তন ৭০'এ সব দলে পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত হল সাধারণ নির্বাচন ১৬০ আসনে বিজয়ী আওয়ামী মুসলীম লীগ শেখ মুজিব চাইল তখন স্বায়িত্ব শাসন এরই পেক্ষিতে ছাত্র-জনতার সামনে ৭ই মার্চ রেসকোর্সে বঙ্গবন্ধু দিলেন ভাষণ যদিও স্বাধীনতার কথা আসেনি তখন তবুও তিনি জনতার হৃদয়ে পেয়েছিলেন আসন ১৩মার্চ ভাষানী তুললেন স্বাধীনতার কথা বঙ্গবন্ধুর হয়ে জিয়া ঘোষনা করলেন, বাংলাদেশ স্বাধীন, মুক্ত কর এ দেশ, মুক্ত কর, মুক্ত কর এ দেশ... সফল হল অবশেষে ন'মাসের চেষ্টা কিন্তু কার হাতে নিয়াজী দিয়া গেল দেশটা কোথায় ছিল জেনারেল এম এ জি ওসমানী দলিলে কেন স্বাক্ষর হলনা তার!! আমি কি এসব জানি...? ভাঙ্গাচোরা এ দেশটাকে করতে কত চেষ্টা বাট বঙ্গবন্ধু পারলেননা তার রক্ষা করতে শেষটা স্বজনপ্রীতি, বাকশাল আর দূভিক্ষে দেশ লস্ট এর শেষ হতে এল ১৫ই আগষ্ট এইতো গেল একটা দেশের প্রসব বেদনার গল্প প্লিজ ভাববেননা এখানেই সব, আর বাকি বুঝি অল্প .....নো, নো, মাঝখানে অনেক রাজা আর রানী চলে গেছে মাগার, দেশখানা আজো আমার রয়ে গেছে প্যাচে... মুসলমান যারা আজ মানতে চায় ধর্ম-কর্ম এইটাই নাকি আজকে সবচে বড় অপকর্ম বলেকি....? এই হাসিনা! বঙ্গবন্ধুকেতো আমরা করি অনেক সম্মান জোরা জুড়ি করে তুমি করছ তার অসম্মান যুদ্ধাপরাধী শব্দ ছেড়ে মানবতা নিছো আর তোমার পোলাপাইনের হাতেই অস্র তুইলা দিছো আরে মানবতার প্রতিদিন এই কর নিজে দেশতো দাদার হাতে তুইলা দিবা লিজে আবার শুনি ১০টাকাতে চাল দিবা বইলা জনতারে ভুলানোর চেষ্টা করছ এইসব নানা ছলে-কলে হুম! সময় দিলাম পাচঁটা বছর একটু বুদ্ধি কাচাও আরে বিএসএফ'এর গুলি থেকে প্লিজ!, আমার দেশটা বাচাঁও... প্লিজ!, আমার দেশটা বাচাঁও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.