গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল রিয়াল মাদ্রিদ। এক মৌসুমে লা লিগায় সেটাই সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড। ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়ে ঐ রেকর্ডের পাশে দাঁড়ানোর পথে আরেক ধাপ এগিয়েছে বার্সা।
৩৬ ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট ৯৪। সমান খেলায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৮১ ও ৭২।
নিউ ক্যাম্পে ২১ মিনিটে ফরোয়ার্ড পেদ্রো ও ৪২ মিনিটে ভায়াদোলিদের ডিফেন্ডার মার্ক ভালিয়েন্তের আত্মঘাতী গোল বিরতির আগেই জয় প্রায় নিশ্চিত করে দেয় স্বাগতিক বার্সার। ৮৯ মিনিটে অতিথিদের একমাত্র গোলদাতা মিডফিল্ডার ভিক্টর পেরেজ।
রেকর্ডের চিন্তা পরে, আপাতত শিরোপা-উৎসব নিয়ে ব্যস্ত বার্সেলোনা। রোববার রাতে খেলা শেষে বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল ট্রফি হাতে নিয়ে তা তুলে দেন সতীর্থ এরিক আবিদাল ও কোচ টিটো ভিলানোভার হাতে।
এ সময় আবেগঘন কণ্ঠে পুয়োল বলেন, “কঠিন একটা বছর শেষ হলো।
আমরা লা লিগা জিতেছি ঠিকই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিটো (ভিলানোভা) এবং আবি (আবিদাল) আমাদের সঙ্গে আছে। ”
দুজনই ক্যান্সারের সঙ্গে লড়াই করে কিছু দিন আগে সুস্থ হয়ে উঠেছেন।
লিগের অন্যান্য খেলায় রায়ো ভালেকানো ৩-২ গোলে লেভান্তেকে, দেপোর্তিভো লা করুনা ২-০ গোলে এসপানিওলকে এবং অ্যাথলেতিক বিলবাও ২-১ গোলে রিয়াল জারাগোজাকে হারিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।