ইডেন কলেজে সংঘটিত ঘটনাবলী এবং তা সমাধানে দীর্ঘসুত্রিতা থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশে মেয়েরা কি অবস্থায় আছে।
ইডেনের এক ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগের বিচার চেয়ে করা ছাত্রীদের একটি কর্মসূচি গত বুধবার পুলিশ ভণ্ডুল করে দেয়। শুধু তা-ই নয়, সে সময় ছাত্রীরা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে বৃহস্পতিবারের প্রথম আলোয় অভিযোগ প্রকাশিত হয়েছে। এই নিন্দনীয় ঘটনায় কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন ওঠা উচিত।
চিকিৎসকের চেম্বারে এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগে তাঁর সহপাঠীরা আন্দোলন করে আসছেন।
ওই চিকিৎসকের শাস্তি, ইডেন কলেজে যৌন নিপীড়নবিরোধী অভিযোগ সেল গঠন ও নীতিমালা বাস্তবায়নসহ নানাবিধ দাবি তাঁরা তুলেছেন। এসব দাবি নিয়েই গত বুধবার প্রশাসনিক ভবনের সামনে তাঁদের কর্মসূচি চলছিল। কী কারণে সেখানে পুরুষ-পুলিশ ব্যবহারের প্রয়োজন পড়ল, তা বোধগম্য নয়। ছাত্রীদের অভিযোগ, সেই সব পুলিশের হাতে ১০ থেকে ১২ জন ছাত্রী লাঞ্ছিত হয়েছেন। প্রথমত, প্রতিবাদ ও মতপ্রকাশ যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ, ততক্ষণ তা অধিকার।
তাই পুলিশের অতি সক্রিয় হওয়ার কোনো কারণ ছিল না। দ্বিতীয়ত, সেখানে নারী-পুলিশ থাকা সত্ত্বেও কেন ছাত্রীদের ওপর পুরুষ-পুলিশ লেলিয়ে দেওয়া হলো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।