রাজধানীর ইডেন কলেজের ছাত্রী হোস্টেলে ছাত্রলীগ নেতার অনুপ্রবেশ ও অবস্থান নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনার পর ওই হোস্টেলের ছাত্রীরা নিজেদের নিরাপত্তা চেয়ে কলেজ অধ্যক্ষ বরাবরে আবেদন করেছেন। আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজির দপ্তরেও। স্বাক্ষর না থাকলেও আবেদনের শেষে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের রাজিয়া হোস্টেলের ছাত্রীবৃন্দ।
ওই আবেদনে অভিযোগ করা হয়, ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চির কক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম অবৈধভাবে অনুপ্রবেশ করেন।
সাকিব রাজিয়া হোস্টেলের ২০১ নম্বর কক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রবেশ করেন এবং সাড়ে ৪টা পর্যন্ত অবস্থান করেন। ২০১ নম্বর কক্ষটি অর্চির বলে জানা গেছে। শুক্রবার অধ্যক্ষ বরাবর লেখা আবেদনে ছাত্রীরা এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ছাত্রী হলে ছেলেদের অবাধ প্রবেশ ও অবস্থান মেয়েদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। এমন অবস্থা চলতে থাকলে ইডেন কলেজের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি অভিভাবকরাও উদ্বিগ্ন থাকবেন।
ভবিষ্যতে অভিভাবকরা তাদের সন্তানদের ইডেনে পাঠাতে চিন্তা করবেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে চিঠিতে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজিয়া হলের একাধিক ছাত্রী জানিয়েছেন, ‘সুইম ভাইয়াকে নিয়ে অনেক দিন থেকেই কানাঘুষা চলছে। অভিযোগের বিষয়ে ইসরাত জাহান অর্চি সাংবাদিকদের বলেন, ‘যারাই অভিযোগ করুক এ ঘটনা সত্য নয়।
আমাদের ক্যাম্পাসে ছেলেদের প্রবেশের সুযোগ নেই।
সেক্ষেত্রে হলে আমার রুমে কোন ছেলের আসার সুযোগ নেই। অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য সাকিব হাসান সুইমের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। -মানব জমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।