আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... বাংলাদেশের ক্রিকেট নিয়ে ব্যঙ্গ করার ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছে কলকাতার টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র অনুষ্ঠান টিম।
রবিবার ‘মীরাক্কেল’র মেন্টর সৌরভ পালোধী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, গণমাধ্যম ও দেশবাসীর প্রতিবাদের মুখেই মীরাক্কেলের বিশেষ পারফর্মেন্সে বিতর্কিত পারফর্মার জামিল আহমেদ দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। আগামী মঙ্গলবার জি বাংলার মীরাক্কেলের এপিসোডে এটি প্রচার করা হবে বলেও জানিয়েছেন সৌরভ।
সম্প্রতি মীরাক্কেলে বাংলাদেশের পারফর্মার জামিল আহমেদের একটি স্কিডে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ব্যঙ্গ করায় এর সমালোচনায় মুখর হয় বাংলাদেশের তরুণেরা।
ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। অনেক তারকারাও এ বিষয়ে নিন্দা জানান। বিষয়টি নিয়ে বিনোদন সাংবাদিক তানভীর তারেক রিপোর্ট প্রকাশ করলে মীরাক্কেলের অনুষ্ঠান টিম ও মেন্টর সৌরভ পালোধি তাকে উল্টো মামলার হুমকি দেন।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আসলে মীরাক্কেল যে কাজটি করেছে প্রথমত তা চরম নিন্দনীয়। আমি পত্রিকায় রিপোর্ট করলে সৌরভ পালোধি আমার বিরুদ্ধে মামলার হুমকি দেয়।
আমি তাকে বোঝানোর চেষ্টা করি। কথাবার্তার এক পর্যায়ে তারা বোঝার চেষ্টা করেন যে, জামিলের এই বাজে পারফর্মেন্সের কারণে বাংলাদেশের প্রতিটা মানুষ আজ লজ্জিত ও ক্ষুব্ধ। কলকাতার পারফর্মাররা কখনও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কোন ধরনের কটাক্ষ করেনি। অথচ একজন বাংলাদেশি হয়ে আমাদের দেশের সবচেয়ে গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে ব্যঙ্গ করেছে একজন বাংলাদেশি। তাকে আবার মীরাক্কেল টিম সেরা পারফর্মারের পুরস্কারও দিয়েছে।
এর চেয়ে ঘৃন্য আর কি হতে পারে। ’
জি বাংলায় সম্প্রচারিত অনুষ্ঠানে ওই দিন বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল খুঁজতে গিয়ে জামিল বলেন, ‘কখন আসছে- কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ’ একইভাবে বাংলাদেশের বোলিং ও কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করে ব্যঙ্গ করেন তিনি।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।