আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে মহিলাকে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণ



রংপুরে এক মহিলাকে অপহরণ করে ১০দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিন্ডা গ্রামের ২২ বছরের এক মহিলাকে ১৯ মে গাইবান্ধা থেকে কাউনিয়া উপজেলা সদরে তার এক আত্মীয়র বাসায় আসার সময় কাউনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আওয়ামী লীগ নেতা হাকিম সর্দ্দারের ছেলে স্থানীয় যুবলীগ নেতা বুলেট অস্ত্রের মুখে ওই মহিলাকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর ১০ দিন ধরে উপজেলা সদর ও আশপাশের বাসাসহ বিভিন্ন স্থানে তাকে জোর করে আটকে রেখে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনের শিকার মহিলা অসুস্থ হয়ে পড়লে ২৯ মে তাকে কাউনিয়া উপজেলা সদরে বাজারের কাছে নিয়ে এসে সটকে পড়ে ওই য্বুলীগ নেতা। এ ব্যাপারে পাশবিক নির্যাতনের শিকার মহিলা নিজেই বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার পর পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীার জন্য রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে নিয়ে গিয়ে পরীা করায়। এরপর তাকে নিরাপদ হেফাজতে রাখার জন্য রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ হেফাজতে রাখার জন্য কারাগারে পাঠিয়ে দেয়।

মঙ্গলবার থেকে মহিলাটি কারাগারে রয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাশবিকতার শিকার মহিলা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তার ডাক্তারি পরীা করা হয়েছে। তদন্তের সময় ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ধর্ষক বুলেটকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে কাউনিয়া উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। তবে সরকারি দলের কোনো নেতাই এ ব্যাাপারে মুখ খুলতে রাজি হননি বরং এক নেতা বলেছেন কারো অপকর্মের দায় আমরা নিতে পারি না। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।