আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি শুধু একচোখা কেন?



বাংলা ব্লগে 'ইজরায়েল, ইহুদি----কিংবা ফিলিস্তনি নিয়ে প্রচুর কথা হয়। এগুলো ভালো লক্ষণ নিঃসন্দেহে। কিন্তু কেন ? এই সমস্যাত আজকের নয়। যখন এই সমস্যার শুরু হয়েছিলো তখন ভারতবর্ষের ভাগাভাগির মোচ্ছব চলছিলো। সেই মোচ্ছবে হিন্দু মুসলমান মিলে কত প্রাণের সমাধি হয়েছিলো তা কি এখনকার ইজরায়েল বিরোধীদের জানা আছে? হয়তো কেউ বলবেন তা বলে কি প্রতিবাদ হবেনা! নিশ্চই হবে । তবে শুরুটা নিজের ঘর থেকেই শুরু করা উচিত। যে বিশ্বাসে বিভেদের বীজ তাকে আগে সনাক্ত করা উচিত। অথচ একটা ইতিহাসকে যথাসম্ভব চেপে রেখে আরেকটা ইতিহাসে প্রতিবাদী হয়ে নিজেকে নিজের কাছেই অচেনা লাগেনা কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।