রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় অটোরিকশায় শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে ওই ছাত্রী অভিযোগ করেছে।
অভিযুক্ত মুন ছাত্রলীগকর্মী বলে ওই ছাত্রীর দাবি। মাসুমের সঙ্গে মো. আলী নামে এক যুবকও ছিলো।
মুনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা জানিয়েছেন।
ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বাড়ি থেকে পাঠানো টাকা নিয়ে অটোরিকশায় ফেরার পথে ১ নম্বর গেইট এলাকায় মুন ও আলী তার শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ওই ছাত্রী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ও সহকারী প্রক্টরও সেখানে যায়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে হলে পাঠান তারা।
মুন ও আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।
প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
অন্যজনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
আলী বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরীর ছেলে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।