আমাদের কথা খুঁজে নিন

   

প্রানের স্পন্দনে আত্ম তৃপ্ত হেরাত শহর

কবিতা মনের কথা বলে।

এ শহরে মানুষের কোলাহল একেবারে নেই নেই বাস ট্রাক আর মোটর গাড়ির ; কান ঝাজালো বিকট শব্দ,নিবিড় শান্ত এ শহর। এখানে খুঁজে পাই প্রানের নিরব স্পন্দন, মানুষ গুলো যেন একেবারে আলাদা গোটা কাবুল থেকে। শহরের রাস্তা গুলি খুব প্রশস্ত,দু ধারে সারি সারি ঝাউ গাছ মনোরম করেছে এ শহরের অবয়ব,পুরো শহরটা যেন; মনের খোরাক জোগায়, অলক্ষ্যে অজান্তে একান্ত আপনার। এ শহরের নাম হেরাত,আফগানিস্হানের একটি আধুনিক শহর, শহরের আসেপাসে অনেক ছোটবড় পার্ক , বেড়াজালের মত ঘিরে রেখেছে, প্রানের স্পন্দনে আকৃষ্ট , তারুন্যের জোয়ারে ভাসমান হিরাত শহরটাকে।

অফিস পাড়াটা যেন পার্কের মত মনোহরা,যেদিকে চোখ যায় মনটা শীতল হয়ে যায়,কি যেন এক নির্জনতার অমোঘ আকর্ষনে ; মন আকিন্চন দমকি দমকি উচ্ছলতায় ব্যকুল বিরহ ব্যদনার অভিসারে ; আপনার একান্ত মনো কাননে, ঝরা কুসুমের অনুরাগ সন্চয়নে। শহরের মাঝটায় বিশাল এক মসজিদ,হাজারো বছরের ইতিহাসের কথা বলে,এখানে এলে মনের চন্চলতা স্হির হয়ে যায় যেন অজানা এক গভীর প্রেমের আরাধ্য সাধন আশ্লেষে। অতৃপ্ত মনের আকুল প্রশান্তি এ মসজিদে পাওয়া যায় অনায়াসে, এইতো মনের প্রশান্তির খোরাক,হৃদয়ের মর্মে মর্মে জাগায় প্রানের স্পন্দন,অদৃ্শ্য অনুভুতির নিখাদ দর্শনে হৃদয়ের মনি কোঠায়। শহরের প্রান ছুঁয়ে আছে নগরীর বিশাল সড়ক পথ যা ইরানের যোগ সন্ধি,প্রান চান্চল্যতায় আকৃষ্ট সড়কের দু ধার। আছে বিশালাকার আপেল বাগান,আছে জর্দালু,আলু বোখারা, আঙুর,নাশপাতি,সপ্তালুর সুদৃর্শ্য মনোরম অবয়ব।

একবার দেখলে মন বারবার চলে যায় ঐ হিরাত শহরে এ যেন একান্ত মনের অতৃপ্ত খোরাক,আপনাকে ক্ষুদাতুর করে রাখে একান্ত সংগোপনে নিজের অজান্তে। এখানে সত্যিই যেন প্রানের স্পন্দনে হই আত্ম হারা। মনো কাননে ফুটে উঠে সেই দৃশ্য যা অবিরত হাতছানি দিয়ে ডাকে সুপ্ত প্রেমের তৃপ্ত আবেগে নিজেকে উজাড় করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।