আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিতর্ক ও বিতর্কের আমরা (পর্ব ২)

আমি একজন অতিসাধারণ মানুষ, স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন আছে বলেই এখনও বেঁচে আছি

আয়না ও আমরা পর্বের পর আজ আমি কয়েকটি ঘটনার কথা বলবো। ঘটনা-১ আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, হল ডিবেটিং ক্লাবে নিয়মিত যাই। হলে অনুষ্ঠান, বিশেষ অতিথি- জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, টেলিভিশন ব্যক্তিত্ব। আমাদের অনুষ্ঠানে ৫ হাজার টাকা অনুদান ঘোষনা দেন, পরে জানটে পারি পুরো টাকাটা তিনি দেন নাই।

ক্লাবের তৎকালীন সভাপতি নজরুল ভাইর সাথে কিরণ ভাইর শেরশাহ সূরি রোডের বাসায় গিয়ে ৩ হাজার টাকা সাত মাস পরে নিয়ে আসি। ঘটনা -২ আমি তখন হল ডিবেটং ক্লাবের সাধারণ সম্পাদক। সামনে টেলিভিশন বিতর্ক। তখন কোনো এক কারনে বিতর্ক রেকর্ডিং এর দিন দর্শক নিতে দিচ্ছিলোনা কর্তৃপক্ষ, আমি বিতর্ক রেকর্ডিং হবার চূড়ান্ত চিঠি পাইনি এ কথা কিরণ ভাইকে জানাই। জানিনা তিনি কেনো আমার উপর রেগেছিলেন, রেকর্ডিং এর দিন আমাদের দলনেতাকে আমার সামনে বললেন ছেলেটা একটা বেয়াদব, আমায় বোললেন ভদ্রতা শিখতে!! ঘটনা -৩ আমি তখন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে জুডোর আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ জুডো।

জুডোর মডারেটর ফলাফল ঘষণা করলেন, বিজয়ী- ঢাকা বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণ পর ফল পরিবরর্তন, বিজয়ী- জুডো। এর সাথে যিনি সরাসরি জড়িত ছিলেন তিনি আর কেউ নন, ডিইউডিএস এর একজন সাবেক- এ কে এম শোয়েব এবার আসা যাক পর্যালোচনায়। উপরের দুজনের সাথে আমার কিংবা আমাদের ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নাই, তাহলে দ্বন্দ্ব কী সাংগঠনিক? অথচ তারা আমার সিনিয়র। আমাদের পথ দেখানো তাদের দায়িত্ব ছিলো অথচ তারাই আমাদের পথহারা করেছেন..তাই আজ তারা আমাদের কাঠগরায়।

কিরণ ভাই, শোয়েব ভাই আপনাদের স্থান থেকে নেমে এসে দেখেন প্রজন্মের ব্যাবধান থাকা সত্তেও আমরা আপনাদের ঘৃণা করি। একবার সত্যিকারের সিনিয়রের মতো জানতে চান কেনো ঘৃণা করি?আছে সেই সৎ সাহস?আপনারা হারিয়ে যেতে ভোয় পান তাই আপনারা কোন এক সংগঠনের সাথে বেঁচে থাকতে চান, তাহলে কি ধরে নেবো আপনারা জেনে গেছেন যে আপনাদের কাজ আপনাদেরকে অমরত্ব দিতে পারবে না,তাই কি এই চেষ্টা?আপনারা বুঝে গেছেন আপনাদের আসল চেহারা সবাই চিনে ফেলেছে? তাই এত ভয়? আপনারা অনেক করেছেন, এইবার থামুন। আপনারা না ভাবলে কি হবে বিতর্কের? বাংলাদেশে বিতর্ক চর্চা বন্ধ হয়ে যাবে?আপনাদর মনে রাখা উচিত সব কিছুর মেয়াদ একদিন না একদিন শেষ হয়..সব কিছু শেষ হয়..(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।