মহাজোট সরকার মত প্রকাশ ও প্রেসের স্বাধীনতায় বিশ্বাস করে কি?
সম্পাদকীয় : মত প্রকাশের স্বাধীনতা ও প্রেসের স্বাধীনতায় এই সরকার বিশ্বাস করে কিনা তা নিয়ে সংশয়-সন্দেহ দানা বাঁধছে ক্রমশ:। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কথা ও কাজের মধ্যে বেশ ফারাক লক্ষ্যণীয়।
সরকারবিরোধী পক্ষের বলে পরিচিত সংবাদপত্র আমার দেশের সম্পাদক এক সংবাদ সম্মেলন করেন আজ। সেখানে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, এই পত্রিকার প্রকাশকে এনএসআইয়ের লোকেরা ধরে নিয়ে যায়।
এরপর তার কাছ থেকে সাদা দু'টি কাগজে সই নেয়া হয়।
মহাজোট সরকারের আমলে ৫ জন সাংবাদিক নিহত। বিনা বিচারে হত্যাকান্ড ঘটেছে ১৯৪টি। একটি টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচারে আসতে না আসতেই তার সম্প্রচার বন্ধ করে। এরপর বন্ধ করে চ্যানেল ওয়ান।
গত বছরের মার্চে ইউটিউব ব্লক করা হলো। সর্বশেষ সাসপেন্ড হলো জনপ্রিয় সামাজিক গণমাধ্যম ফেইসবুক।
মত প্রকাশ ও প্রেসের স্বাধীনতায় একের পর এক হস্তক্ষেপ। জনমনে সন্দেহ আর সংশয় বাড়ছে এই ভেবে যে, সরকার বোধহয় বিশ্বাস করে না মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যমে। নতুবা এই সরকারের পরামর্শকরা সরকারের ভালো চায় না।
সরকারের ওপরে যে ভূত চেপে বসেছে বলে অনুমিত হচ্ছে। সেই ভূতকে তাড়ানোর দায়িত্বটাও কিন্তু সরকারেরই। জনগণের মাঝে সরকারের অবস্থান পরিস্কার করা জরুরি।
http://thehumanrightstoday.wordpress.com/
http://www.eurobangla.org/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।