অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।
কয়েকদিন ধরেই ভাবছিলাম অভ্র'র জন্য একটা ছোট স্কিন ডিজাইন করার কথা কেননা স্ক্রিনের উপরে অতবড় একটা জিনিস ঝুলে থাকলে কেমন যেন লাগে।
অবশ্য অভ্রকে সিস্টেম ট্রেতেও পাঠিয়ে দেয়া যায় তবে উপরে থাকলে মনে হয় অভ্র'র সাথেই আছি।
গতকাল অফিসে কাজের চাপ একটু কম ছিল আর সেই সুযোগে বানিয়ে ফেললাম পিচ্চি অভ্র স্কিন
Shadhin Bangla_Red_Mini
এটাতে শুধুমাত্র অভ্র আইকন, টোগল বাংলা/ইংলিশ, কিবোর্ড সিলেকশন আর এক্সিট বাটন রেখে আর সব বাদ দিয়ে দিয়েছি।
পরে ভাবলাম, ছোটটা যখন বানালামই, বড়টাও একটা বানিয়ে রাখি। আর তাই
Shadhin Bangla_Red_Glow নামেও আরেকটা বানিয়ে ফেললাম।
আমি আপাতত স্কিন ফাইল দুটিকেই মিডিয়াফায়ারে আপলোড করে রেখেছি।
আপনি চাইলে ডাউনলোড করতে পারেন।
Shadhin Bangla_Red_Mini
Shadhin Bangla_Red_Glow
আমি এগুলোকে অমিক্রনল্যাবেও সাবমিট করেছি। আশা করছি শীঘ্রই ওখান থেকেও ডাউনলোড করা যাবে।
ব্যবহার করবেন কিভাবে?
আপনার পিসিতে যদি অভ্র না থেকে থাকে তবে প্রথম অভ্র ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করুন। এবার আপনার পিসির C: ড্রাইভের অন্তর্গত Program Files এর ভিতরে Avro Keyboard নামে একটি ফোল্ডার পাবেন।
উক্ত ফোল্ডারের ভিতরেই দেখুন Skin নামে আরেকটি ফোল্ডার আছে। (লোকেশনটা হবে এরকম C:\Program Files\Avro Keyboard\Skin) আপনার ডাউনলোড করা Skin টি উক্ত ফোল্ডারের ভিতরে রাখুন।
এবারে আপনার ইন্সটল করা অভ্র কিবোর্ডের সেটিং বাটনে ক্লিক করে নিচের চিত্রে দেখানো নির্দেশনা অনুসরণ করুন-
এবার অপশন মেনু থেকে নিচে দেখানো নির্দেশনা অনুসরণ করুন-
দেখুন আপনার অভ্রের স্কিন পাল্টে গেছে। একইভাবে অন্যান্য স্কিনগুলি প্রয়োগ করুন।
গতকালই এখানে দিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।