আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবন ধস, উদ্ধারকাজে ওয়ালটনের আরও ৩৫ কর্মী যোগ দিয়েছেন ।

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ রানা প্লাজা ধসের পর উদ্ধারকাজে ওয়ালটনের আরো ৩৫ জন প্রশিক্ষিত কর্মী যোগ দিয়েছেন। এ নিয়ে সেখানে ওয়ালটনের উদ্ধারকর্মীর সংখ্যা দাঁড়ালো শতাধিক। তারা ৮ টি দলে ভাগ হয়ে কাজ করছেন।

গত বুধবার রানা প্লাজা ধসের পরপরই ওয়ালটন কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। চলছে এখনো। ওয়ালটনের কর্মকর্তারা জানান, আজ শনিবার সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে (যেখানে লাশ রাখা হয়েছে) ২ বস্তা থ্রিপিচ সরবরাহ করা হয়েছে। স্কুল মাঠে খাবার ও পানি দেয়া হচ্ছে। রোদ ও বৃষ্টি থেকে রেহাই পেতে সরবরাহ করা হয়েছে বেশকিছু ছাতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনে আটকে পড়াদের মধ্যে সর্বপ্রথম চার তলার দেয়াল কেটে ৭ জনকে উদ্ধার করে ওয়ালটনের কর্মীরা। প্রথমদিকে ভারি যন্ত্রপাতির তেমন একটা প্রয়োজন ছিলো না। তখন ওয়ালটনের যন্ত্রপাতি ভালো কাজে দিয়েছে। গত কয়েকদিনের মতো শনিবারও উদ্ধারকর্মীরা নিচ তলার দেয়াল কেটে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক আলমগীর আলম সরকার জানান, বুধবার ভবন ধসের খবর পেয়ে সেখানে ছুটে যান ওয়ালটনের ৬৫ জনের একটি শক্তিশালী উদ্ধারকারী দল।

পরে তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরো প্রায় ৪০ জন। প্রতিষ্ঠানের প্রথম জেষ্ঠ্য অতিরিক্ত পরিচালক লে. কর্নেল (অব.) আব্দুল কাদের জানান, প্রশিক্ষিত ওয়ালটনকর্মীরা হালকা আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ করছেন। তাদের সঙ্গে আছে রড কাটার, শাবল, গ্রেন্ডিং (দেয়াল কাটার যন্ত্র), হেমার গ্রিল ইত্যাদি। দূর্ঘটনাস্থলে ওয়ালটন একটি ক্যাম্প খুলেছে। সেখান থেকে প্রতিদিন হাজার চারেক লোকের জন্য শুকনো খাবার, পানি, বিস্কুট ইত্যাদি সরবরাহ করা হচ্ছে।

সেইসঙ্গে ওয়ালটন স্বেচ্ছাসেবকরা ছোট যন্ত্রপাতি, অক্সিজেন, মাস্ক, গ্লাভস, টর্চ লাইট, এয়ার ফ্রেশনার, খাবার স্যালাইন, হাতপাখা ইত্যাদি সরবরাহ করছেন। উদ্ধারকাজের পাশাপাশি ওয়ালটনের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেয়া হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওয়ালটন উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।