আমাদের কথা খুঁজে নিন

   

তারকারা যে বাড়ির প্রতিবেশী

আমেরিকার বেভারলি গিলসের জনপ্রিয় এই বাড়িটির নাম হার্স্ট ম্যানসন। এটির দাম আনুমানিক ১৬৫ মিলিয়ন ডলার। এই বাড়িটির জনপ্রিয়তার পেছনে রয়েছে এটির মালিক। জননন্দিত নিউজটাইকুন উইলিয়াম রুডলফ হার্স্টের বাড়ি এটি। এর বিশাল পরিসর আর বিভিন্ন বিলাসবহুল আয়োজন যে কাউকেই মুগ্ধ করবে।

এতে রয়েছে ৬টি সেপারেট রেসিডেন্স, ৩টি সুইমিং পুল, আটটি ফায়ার প্লেস, টেনিসকোর্ট, নাইট ক্লাব, ২৯ বেডরুম, ছয় হেক্টর প্লাটিনাম ট্রায়াঙ্গেল বেভারলি হিলসের আকৃতি দিয়েছে। ১৯৭৬ সালে লিওনার্দ রস নামের এক উকিল তার জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য এটি কিনে নেন। বাড়িটির প্রতিবেশীদের নাম শুনলে রীতিমতো অাঁতকে উঠতে হয়। প্রতিবেশীদের তালিকায় আছেন কেটি হোমস, আমাজানের জেফ বেজস, টম ক্রুজ, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম। বেভারলি হিলের এই ম্যানসনটি বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়ার সময় দাম হাঁকা হয়

১৬৫ মিলিয়ন ডলার যা একে আমেরিকার অন্যতম শীর্ষ ব্যয়বহুল বাড়ির তালিকায় তুলে এনেছে।

বাড়িটি সাজানো হয়েছে সান সিমিওন থেকে বিভিন্ন পাথর ও হার্স্ট ক্যাসল থেকে আনা স্ট্যাচু এবং ডেভিসের অসংখ্য লাইফ সাইজের পেইন্টিং দিয়ে। ১৯৪৭ সালে বিশাল আয়তনের এই বাড়িটি কেনা হয়েছিল ১২০,০০০ ডলারের বিনিময়ে। ২০০৭ সালে বাড়িটির বর্তমান মালিক যিনি ১৯৭৬ সালে ম্যানসনটি কিনেছিলেন তিনি ১৬৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রয়ের জন্য মার্কেটে প্রচার করেন। তার পর থেকে লোকের ভিড় যে কত ছিল সেটা নিশ্চয়ই অনুমান করা সম্ভব। আসলে

এই পরিবেশে থাকতে কে না চাইবে।

সেলিব্রেটিদের প্রতিবেশী হওয়ার জন্য মরিয়া ক্রেতারা। দামের সঙ্গে যতটা না লড়েছেন তার চেয়ে বেশি লড়েছেন ক্ষমতা দিয়ে। এ জন্য বেভারলি গিলসের এই বাড়িটির ভিন্ন মর্যাদা রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.