আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় আসলো ''বলিউড তারকারা জীবিত নয়, মৃত!''

'বলিউড তারকারা জীবিত নয়, মৃত!'- বইয়ের ভূমিকা থেকে: সম্পর্কশাস্ত্র বিচারের একটা ভূমিকা ...‘পলিটিক্স সাক্স’ বলতে পছন্দ করে-এরকম এটা প্রজন্মই বেড়ে উঠেছে বাংলাদেশে। ‘পলিটিকস সাকস’ কিংবা ‘রাজনীতি খারাপ জিনিস’-এইসব কথার যে কতবড় এবং গভীর রাজনীতি আছে, তা বেশিরভাগেরই খেয়ালেই থাকে না। ‘আমি ভাই শিল্প-সাহিত্য করি, রাজনীতির মধ্যে নাই’, ’আর্ট-কালচারের আবার রাজনীতি কি?’, ‘আমি ভাই নিরীহ ভদ্রলোক, রাজনীতির মধ্যে নাই’ এইসব কথা বলা লোকেরও অভাব নেই। কিন্তু ‘সুষ্ঠ’ু, ‘গণতান্ত্রিক’ পরিবেশে ভোটের লাইনে লোকের যেমন অভাব হয়না, তেমনি, এইদেশের জনগণ যুদ্ধ করে একটা স্বাধীর রাষ্ট্র গঠন করেছে। এর চেয়ে বড় রাজনৈতিক ঘটনা একটা জনগোষ্ঠীর জীবনে কতবার ঘটে? আর জীবন-মৃত্যুর পুরো পরিক্রমায় ‘সহজ মানুষে’র ডাকে সারা দিয়ে ‘মানুষ’ হয়ে ওঠাই মানবজীবনের করন বলে মনে করেন লালন ফকির।

মানে, জীবন-মৃত্যু সবই রাজনৈতিক। । পোশাক, খাদ্য, লাইফস্টাইল- সব। জন্ম, বেঁচে থাকা, বেড়ে ওঠা, জীবিকা, প্রেম, যৌনতা, মৃত্যু- সব। বেঁচে থাকা, জীবন যাপন, মৃত্যু- সব।

একে মানুষ কিভাবে বিচার করে, এসব প্রশ্নকে কিভাবে সমাধান করে-তারই রুপ ধরা পড়ে সংস্কৃতিতে। তার বিচার, অর্থাৎ অর্থনীতি, রাজনীতি ও ইতিহাসের সাপেক্ষে সংস্কৃতির এবং সংস্কৃতির সাপেক্ষে অর্থনীতি-রাজনীতি-ইতিহাসের বিচারকেই নাম দিলাম সম্পর্কশাস্ত্র। সঙ্গে সঙ্গে শুরু হল সম্পর্কশাস্ত্র বিচার। বিচারক আমরা সবাই। '..... জয় গুরু।

অরূপ রাহী সম্পর্কশাস্ত্র অধ্যয়ন সমিতি মাঘ, ১৪১৮, ঢাকা। ..... 'বলিউড তারকারা জীবিত নয়, মৃত!' সম্পর্কশাস্ত্র নোটসাধারণ:১ /অরূপ রাহী প্রচ্ছদচিত্র: রফিকুল শুভ । প্রকাশক: খড়িমাটি। পাওয়া যাবে একুশে বইমেলায়। পরিবেশক: সংহতি প্রকাশন।

২৮৩ নম্বর স্টল । ফেসবুক ইভেন্ট: Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.