লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।
আজকে সামুর শতকরা ৯০ ভাগ বা তার বেশি পুস্ট যা নিয়া, এইটাও তাই। কী করতাম বলেন? হট টপিক।
আর সাইট টা বন্ধ হওয়ায় সবাই সামুতে হুমড়ি খায়া পড়সে। তাই ভাবলাম আমার পুস্ট এমনেই কারো চোখে পড়েনা। এই চান্সে কেউ যদি পড়ে....। চামে নিজের লেখা পড়ায় নেওয়ার ধান্ধা বলতে পারেন। (এই মন্তব্যের কারণে কোটিখানেক মাইনাস পায়া যাইতে পারি।
তবে রডিন ভাইজানের মত RAB-এর কাছে ধরা খাওয়ার চান্স নাই ভাইবাই আপাতত খুশি!)
যাই হোক, সাময়িক না চিরকালের জন্য তার বিচার পরে। আর আমি নিতান্তই সাধারণ মানুষ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ ভাবার মত চুল দাড়ি এখনো পাকাই নাই। তবে ফেসবুক বন্ধের কারণে আগামী কিছুদিন বেশ কিছু ব্যাপার মিস করব বহুত পরিমাণে।
১. পিসিটা অন কইরাই অপেরার স্পিড ডায়াল অপশনে ঐ সাইট টাতে ক্লিক মারা
২. হোমপেইজে পরিচিত মুখগুলার কীর্তিকলাপ (এইটা মোস্ট কমন)
৩. কয়েকজন ফেসবুক ফ্রিক-এর কাণ্ডকারখানা (কীর্তিকলাপ আর কাণ্ডকারখানা দুইটাই এক।
তবে কি না আমার সব ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্রিক না। সবাই তো আর টয়লেটে যায়া স্ট্যাটাস দেয় না, অমুক ইজ নাও অ্যাট টয়লেট, রিডিউসিং হিজ ডাউনওয়ার্ড প্রেসার। এই জাতীয় স্ট্যাটাস গুটিকয় ফ্রেন্ড দিয়ে থাকেন। এবং দিয়ে খুব ভাব দেখিয়ে মনে করেন কমিউনেকশন রক্ষা করা হইছে। যেন কমিউনিকেশন নামক বস্তুটা জাদুকর কেহেরমানের বন্দীশালায় বন্দী তোতাপাখি, উনি ইয়া আল্লা বলে উনারে উদ্ধারে সমর্থ হইছেন।
এমন ফ্রেন্ডদের অহরহ স্ট্যাটাস খুব মিস করব)
৪. ফেসবুক অনেক ভাই-বোনরে নিজেদের সেলিব্রিটি ভাবার অবকাশ দিসে। তাদের গুরুগম্ভীর ও সেলিব্রিটি তকমা ওয়ালা স্ট্যাটাসও অনেক মিস করব। (আমার ফেসবুক বন্ধুরা কেউ কেউ আমারেও এই পর্যায়ের মনে করেন। সবার সামনে বইলা রাখতেসি,আমি কিন্তু এমন না। তবে জনগণ ভালবেসে তা বললে আমার আর কী করার আসে বলেন??? )
৫. অযাচিত ও অদ্ভুত সব গ্রুপ রিকোয়েস্ট (I like the group I hate Eva Rahman, কিংবা ভদ্র বললে সবাই সেটারে দুর্বলতা ভাবে, আসলে তা না---- এই জাতীয় ভাবাভাবি কিংবা শুধু 'ভাবী' বিষয়ক গ্রুপ রিকোয়েস্ট,ফ্যান ক্লাব, ফ্যান পেইজ তো আসেই যন্ত্রণার জন্য)
৬. ফার্মভিল,মাফিয়া ওয়ারস,ইয়ো ভিল,পেটভিল,পোকার- ইত্যাদি অ্যাপ্লিকেশনের নানাবিধ রিকোয়েস্ট (যদিও আমি নিজে একজন গর্বিত "ভার্চুয়াল ফার্মার" )
৭. যা-তা মার্কা অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট (আপনি কতভাগ বাঙালি, আপনার স্ক্রু কতটুক টাইট দেয়া লাগবে,আপনি কত পার্সেন্ট ওয়্যারউলফ?-এইগুলার জ্বালায় আমি আসলেই বিরক্ত।
তিন মাস আগে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ব্লক কইরা দিসি। তাও কেমনে ফাক-ফোকর দিয়া অনেক রিকোয়েস্ট চইলা আসে)
৮. না চাহিতে যারে পাওয়া যায় জাতীয় নোটিফিকেশন (তমুক লাইকড অমুক'স বদনা হাতে ফটো দ্যাট ইউ কমেন্টেড)
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমার এতবেশি মিস করার কারণে হইলেও পুনরায় ফেসবুক চালু করিয়া দিবেন।
{ বি.দ্র.: সাধু-চলিত-কথ্য ভাষার লাউজাবরা সংমিশ্রণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেউ চাইলে আরো পয়েন্ট অ্যাডও করিতে পারেন }
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।