আমাদের কথা খুঁজে নিন

   

বাজির পরিমাণ



সেই থেকে মহারাজা বলরাম সেন, ভাবনাটা ভেবে নিয়ে তবে ভাবিতেন- ছিল তার, তাস তিন--চাঁদ গরু ট্যাশ; টাকশাল ভরা ছিল, কড়কড়ে ক্যাশ। চাঁদ, আমাত্য, নেতা আধ্যাত্মিক; পালোয়ান গরু--সেনাপতি নির্ভিক। জাদুকর হিসেবের, জাগ্রত ট্যাশ-- দিলে হাতে তুড়ি বাড়ে রাজ্যের ব্যাস। ঠেলে দিক ধরা আর ডেকে নিক সরা, জৌলুসে মিলবেই হিসেবের গাঁটছড়া। রাজা আমি বলরাম--বলো, রাম, রাম! হোক বাজি কিম্ভূত; ভেবে দেখিলাম-- প্রস্তাবে রাজি।

দিব দুই গুণ, পূর্বের দিনপ্রতি-- শুরু যার এক টাকা, বলো বছরে কী-ভীতি! বিপরীতে শোন রাজা জগজিত শেঠ, পদপানে অঙ্গুরি তব, চাই মোর ভেট। চাঁদ চমকালো, ট্যাশ গুণছিল, হাহ্! রাজা দেখছিল, গরু খেলছেই, বাহ্। সেঞ্চুরি! আহলাদে গরু ব্যাট উঁচাল; ট্যাশ চাঁদ আপামর গানে-নাচে মাতিল। চালা গরু, জোরে হাঁক, চালা ব্যাট-- তিন বলে সাত রান, ছোঃ, ধ্যাত! প্রার্থনা করে চাঁদ--প্রভু দাও শক্তি; মন্ত্রণা দেয় ট্যাশ--বলে বলে যুক্তি। দুইতালে চলে মাথা তার টিক-ট্রিক্‌স, আট ষোল বত্রিশ..; চার, চার!! খিক্‌জ! নাচে রাজা উল্লাসে;--বল, এক; এক রান! ‘প্রভু’ ডাকে চিৎকার দিয়া ট্যাশ অজ্ঞান।

ধ্যান ভাঙে--আক্ষেপে চাঁদ মাথা নাড়ে; মাঝ ক্রিজে আছড়িয়ে গেল গরু পড়ে। এই ছিল বাজি; বিলিয়ন কোটি নগদান-- হেরে রাজা বুঝিলেন, কী-বাজির পরিমাণ। । বাজির হিসেবটা এরকম: ১ম দিনে =১ টাকা ২য় দিনে ১*২ =২ টাকা ৩য় দিনে ২*২ =৪ টাকা ৪র্থ দিনে ৪*২ =৮ টাকা ৫ম দিনে ৮*২=১৬ টাকা ৬ষ্ঠ দিনে১৬*২=৩২ টাকা ---------------------- ---------------------- এভাবে, --- ৩৬৫ দিনে ?- সে এক মস্ত হিসেব... (সূত্রটা বসালে এরকম, 1^0+2^1+2^2+-------+2^(365)=?) তাতে MS Excel-এ যে ফিগারটা এল, 150306725297525000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00 চলে কি, আছে তো ঠিক সব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।