.......... তোমার দেয়া সেই গোলাপের অস্তিত্ব বলতে শুধু এটুকুই আছে, জীবন্ত কিছু ভয়াল কাঁটা আর প্রায়শেই তার আঘাতের একফোটা রক্ত। তবুও খুব যতনে রেখেছি ভেবে তবু তো তামার দেয়া; হউক সে কাঁটা। পাপড়িগুলো যেভাবে হারি গেছে হারিয়েছে তার ঘ্রাণ যেভাবে, ঠিক সেভাবে; হুম ঠিক সেভাবে তুমি হারালে বরং কিছুটা আগেই হারালে। তবে কী তুমি গোলাপের কাঁটা হতে অধিক নিষ্ঠুর বা পাষাণ ন্ও ? যেভাবে একটি মানব জীবন ক্ষয়ে ক্ষয়ে যায়, যেভাবে পাপড়ি হারিয়েও গোলাপ ব্যথা দিয়ে যায়, যেভাবে পাষাণ হৃদয় কারোর ব্যথার গহন গড়ে যায়, আমি জানি জীবন, কাঁটা, ব্যথা একই সুত্রে গাঁথা তাইতো নিজেকে সামলে নেই যখনই পাই কোন ব্যথা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।