হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...
প্রায় প্রতিদিন ব্লগ খুলছি বটে, কিন্তু কিছুই লিখতে পারছি না। কিন্তু কেন পারছি না তা বলতে পারবো না। তবে কিছুই লেখা হচ্ছে না তা ঠিক না। এর মাঝে দৈনিকে বেশ কয়েকটি লেখা ছাপা হয়েছে। অবশ্য সেগুলোর বেশির ভাগই আগে অর্ধেক কাজ করা ছিল, সমাপ্ত করেছি মাত্র।
মাথার ওপর বেশ চাপ অনুভব করছি, কিন্তু লিখতে পারছি না। তবে গবেষণার চাপটি মাথা থেকে না নামা পর্যন্ত নিজেকে মুক্ত মনে করতে পারছি না; আর যতক্ষণ নিজেকে মুক্ত মনে করতে না পারবো ততোক্ষণ যে লিখতে পারবো না সেটা বেশ বুঝতে পারছি।
আশা করি ব্লগারদের কাছে আবারো ফিরে আসব পূর্ণ উদ্যমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।