আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিনীত অনুরোধ ...



নারায়ণগনজ থেকে একটি ছোট পত্রিকা বের হয়, এটা এক ধরণের লিটল ম্যাগ। এই লিটলম্যাগটার নামটিও চমকপ্রদ। Little মেঘ। এই পত্রিকার সম্পাদকের নাম ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক যে কেবল একজন লেখক তা না, সে একজন ভাল সংগঠকও।

নারায়ণগনজের মতো একটি জায়গায় সে একদল তরুণকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছে। আমাদের সমাজের তরুণদের চক্র মানে ভয়াবহ জিনিস, চাঁদাবাজি, রাজনীতি কিংবা পাড়ার ছোটখাটো মস্তানবাহিনী ইত্যাদি অনেক সৃজনশীল কাজের সাথে তারা জড়িত। ইশতিয়াক আহমেদের এই চক্রটি আরও ভয়াবহ। তারা নিজেদের মধ্যে চাঁদাবাজি করে একটা প্রকাশনা চক্র গড়ে তুলেছে। নিজেদের বই তারা নিজেরাই ছাপায়।

কখনও এককভাবে, কখনও দলবদ্ধভাবে। তাদের দলবদ্ধ দুটি বইয়ের নাম দেই- ১. ইশতিয়াক আহমেদ ও তার ভাই ব্রাদারদের গল্প ২. স্বপ্ন ও ভালবাসার ক্যাডারদের কবিতা। ইশতিয়াকের গ্রুপে যারা আছে, তাদের অনেকেরই মাথার তার সামান্য নরম। তারা এককভাবে যেসব বই বের করেছে , তাদের একটির নামই আমার মনে আছে। বইটি বের করেছে ঐ গ্রুপের একজন সদস্য, তার নাম ডালিম হায়দার।

তার বইয়ের নামটা শুনবেন? ডালিম হায়দারের নির্বাচিত প্রবচন গুচ্ছ। আমি খুব সহজে মুগ্ধ হই না, কিন্তু এই আপাত শিশুসুলব বইটি পড়ে মজা পেয়েছি। এই চরম দু:সময়ে একদল তরুণ এমন স্বপ্নময় কাজ করছে, এর পেছনের মানুষটি ইশতিয়াক। চাঁদাবাজি না, রাজনীতি না, মাস্তানি না, লেখালেখি এবং এক্সপেনরমেন্টাল লেখালেখি। ইশতিয়াকের স্যাটায়ার লেখা, ওর ছড়া এবং ওর ফটোগ্রাফির আমি একজন ভক্ত।

মোবাইলে তোলা ছবি নিয়ে ওর একটি ছোট্ট বই আছে, যেকোন ফটো্প্রেমিক লোকদের নজর কাড়বে সেটা। তদবির জিনিসটাকে আমি খুবই ঘৃনা করি। কিন্তু ইশতিয়াকের জন্য তদবির করতে আমার ভালই লাগছে। ও একমাস ধরে চেষ্টা করছে। দয়া করে ওকে ফ্রন্টপেজে এক্সসেস দিন।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.