ধুমপানে বিষপান
সামনে আসছে অতি আনন্দময় মহান ঈদ উল ফিতর, আল্লাহতায়ালার এক অতি অপূর্ব আর্শীবাদ। চারদিকে বয়ে যাবে আনন্দের এক মহা স্রোতধারা, রহমতের এক অপূর্ব বর্ষন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান এই ঈদ উল ফিতর এর দিনে বান্দা যখন ঈদের নামাজ পড়তে যাবে, তখন আল্লাহতায়ালা নাকি তার বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন - সোবাহানাল্লাহ!
রমজানের সেই শুরুতে বিনোদনমূলক তারাবীর নামাজ পড়ার অপরাধে সামু ব্লগ আমাকে ব্যন করে রাখছে, রহমত মাগফেরাত আর নাজাতের রমজান শেষ হইতে চলল কিন্তু আমি এখনো ব্যন (ওয়াচ থেকে জেনারেল হইছি)। তাই ঈদের আনন্দকে পরিপূর্নতা দিতে ঈদের আনন্দ শুরু হওয়ার আগে আগেই আমি আমার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার আকুল আবেদন নিবেদন জানাচ্ছি যদিও আমি পূনরায় বিনোদনমূলক তারাবী টাইপের নামাজ না পড়ার কোন গ্যরান্টি বা মুচলেকা দিতে পারছি না।
পরিশেষে বিনীত নিবেদন এই যে, সকল কিছু বিচার বিশ্লেষন করিয়া সময়ের প্রয়োজনে আমাকে সেফ করা হইলে আমি সামু ব্লগের মডুদের নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
নিবেদক
ইহার আবেদক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।