বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com
প্রথম আলোর আইটি বিশেষজ্ঞদের নিয়ে এর আগে অণেক আলোচনা হয়েছে তারা যে কতবড় বিশেষ-অজ্ঞ তা অনেক আগেই প্রমাণিত হয়েছে আজকে আরেকবার প্রমাণ করলো তারা আসলেই মুর্খের দল ।
আজকের একটা রিপোর্ট দেখুন Click This Link
এই রিপোর্ট মতে এ্যাপল এর শেয়ার মার্কেট ভ্যালু মাইক্রোসফট হতে বেশি ।খুবই ভালো কথা আইটি দুনিয়াতে প্রতিযোগীতা থাকবে এটাই আশা করি কিন্তু খটকা লেগেছে যে ব্যাপারটায় তা হলো প্রথম আলো লিখেছে আ্যাপল এর মার্কেট ক্যাপিটল ২২ হাজার দুইশত কোটি টাকা আর মাইক্রোসফট এর ২১হাজার ৯০০কোটি টাকা ।
কিন্তু এই পযর্ন্ত পড়েই আমার খটকা লাগলো আরে কয় কি এত বড় কোম্পনির ক্যাপিটল এত কম ?নেটে দিলাম সার্চ দেখলাম মাইক্রোসফট ২২২ বিলিয়ন আর আ্যাপল ২২৫ বিলিয়ন ডলার এর মানে কি??এখানে টাকা হবেনা হবে ডলার মানে ২২ হাজার দুইশতকোটি ডলার আর ২১ হাজার নয়শত কোটি ডলার হবে।
এছাড়া নিচের দিকেও ভুল মাইক্রোসফটের ইনকাম লিখেছে ৫ হাজার ৮৪০ কোটি টাকা আর অ্যাপলেরর ৩ হাজার ৬৫০ কোটি টাকা।এখানে টাকা না হয়ে হবে ডলার কারন এই টাকা হলে বাংলাদেশ সরকারই এই দুই কোম্পনি কিনে নিতে পারতো।
আর বিল গেটসের এত টাকার মালিক হতে হতো না।এরা এত বড় সাংবাদিক কিন্তু এত বড় ভুল করলেতো হয়না।মাইক্রোসফট শুনলে নিঘার্ত মামলা করবে ।মুর্খ সাবংবাদিকতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।