শামীম আজাদ
কখনোকি এসেছিলে
চোরা পাতা ভুলে
কাঁচা রোদ কার্বন
পাট ভাঙ্গা মেঘের কৌশল
দীর্ঘ দাঁড়িয়েছিলে
বিরহ বৃক্ষ নদ
হে আমার তৃষ্ণা ভঞ্জন!
ঐ ধূপ ঐ রোয়া
মেহগিনী মন পোড়া ছাই
কখনোকি মেখেছিলে
অঙ্গার বিষে
তোমারই কল্পছায়ায় মিশে
নিদ্রাতূণে বিদ্ধ হয়ে সারাটি বন্দর
নেশা কেটে সিঁদের ভেতর।
৬.১১.০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।