আমাদের কথা খুঁজে নিন

   

অনিশ্চিত

http://www.facebook.com/reyad.parvez.3 হয়ত আজ হতে আট দশ বছর পরে, আবছা বিষন্ন এক বাসস্ট্যান্ডের নিয়নে- তোমাকে পাওয়া যাবে, ক্লান্ত অস্হির যাত্রীদের লাইনে. চোখাচোখিতেই তুমি বুঝে যাবে- ফাল্গুনের শেষ জোছনারা অনেক আগের ঝরে গেছে- মরে গেছে নক্ষত্রের অভিমানী আলোরা, চলে গেছে আকাশের একপাশে. অজস্র নক্ষত্রপুন্জের ছায়াপথে যে ভালবাসার জন্ম তা মিলিয়ে গেছে- মিলিয়ে গেছে- আইসিসের ঘর থেকে- এই পাপময় পৃথিবীর নগর,বন্দর ঘেঁষে- অসংখ্য প্রেমিকের অবিরাম হাঁটায়, হয়তবা,নিয়ম করে আমার রাত করে বাড়ি ফেরায়. আজকের ক্ষমাহীন ভালবাসা যে সেদিন, উশৃঙ্খল নগরের বুকে, সস্তায় হারাবে না- তা কে বলতে পারে? পারে কি? সে প্রশ্নের জবাব আজ হতে ঠিক আট দশ বছর পরে- কোন সস্তা বাসস্ট্যান্ড এর আবছা নিয়নই দিতে পারে. অনিশ্চিত ০৯.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।