আমি একজন ফ্রিল্যান্সার। আমি বাংলাদেশর সকল বেকারদে উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু লিখতে চাই।
যিশু খ্রিস্ট সমকামী ছিলেন: এলটন জন
যিশু খ্রিস্ট একজন আবেগপ্রবণ ও অতি-বুদ্ধিমত্তাসম্পন্ন সমকামী ছিলেন। তিনি মানবিক সমস্যাগুলো ভালোভাবে বুঝতেন। ব্রিটিশ পপ সম্রাট এলটন জন ইন্টারনেটভিত্তিক একটি ম্যগাজিনের সাক্ষাতকারে একথা বলেন।
এই বক্তব্যের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। দ্য ক্যাথলিক লীগ নামের সবচে বড় মার্কিন ক্যাথলিক গ্র“প এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। লীগের প্রেসিডেন্ট বিল ডোনোহু এক বিবৃতিতে বলেন, যিশু অবশ্যই আবেগপ্রবণ ছিলেন, কিন্তু অতি-বুদ্ধিমত্তাসম্পন্ন বললে ঈশ্বরের ছেলেকে কোনো গেম শো’র প্রতিযোগীর সঙ্গে তুলনা করা হয়। আর সবচে বড় কথা সমকামী আখ্যা দিয়ে তাকে অস্বাভাবিক যৌনতার অধিকারী বলা হয়েছে। তিনি বলেন, এলটন জন একজন এমন ব্যক্তি যিনি ধর্ম নিষিদ্ধ করার পক্ষে কথা বলেন, তার কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করা যেতে পারে! উল্লেখ্য, এলটন জন নিজেই একজন সমকামী।
টেলিগ্রাফ
তথ্যসূত্র : http://taiyabs.com/2010/02/26519
যিশুকে সমকামী বলার ব্যাখ্যা দিলেন এলটন জন
আমার মনে হয় সবার নিজস্ব কিছু মতামত ও বিশ্বাস রয়েছে। আমি নিজে যিশু খ্রিস্টে বিশ্বাসী। আমি এও বিশ্বাস করি যে তিনি সমকামী ছিলেন। যিশু খ্রিস্টকে সমকামী বলা নিয়ে নানান সমালোচনা ও বিতর্কে জড়ানোর পর নিজ বক্তব্য সমর্থন করে একথা বলেছেন কিংবদন্তী ব্রিটিশ পপ গায়ক এলটন জন। তিনি বলেন, আমি নিজে একজন আবেগপ্রবণ সমকামী ও আমি ধর্মীয় কারণে অনেক হয়রানির শিকার হয়েছি।
আমি মানুষকে ক্ষমাও করেছি। তাই আমি যিশুকেও আমার মতো করে ভেবেছি, আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। জন আরো বলেন, আমার এই বক্তব্যে কারো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমি তো বলিনি যে যিশু অবশ্যই সমকামী ছিলেন।
আমি চাইনা এটা নিয়ে আর কোনো বিতর্ক হোক। মেট্রো উইকলি
তথ্যসূত্র : http://taiyabs.com/2010/02/26536
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।