আগামীর স্বপ্নে বিভোর...
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিউগো শ্যাভেজ বেশ অনেকদিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছেন। টুইটারে যোগ দেয়া, টুইটারে ফলোয়ারদের বার্তার জবাব দিতে শতাধিক লোক নিয়োগ ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবারই তিনি আলোচনায় এসেছেন। সম্প্রতি আবারো প্রযুক্তিবিশ্বের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবারে সম্পূর্ণ নতুন এক উপাধি নিয়ে; ব্লগার হিসেবে। জানা গেছে, শ্যাভেজ নিজের নামে ব্লগ খুলে সেখানে ব্লগিং শুরু করেছেন।
খবর ম্যাশএবল ডটকমের।
ম্যাশএবল জানিয়েছে, হিউগো শ্যাভেজের নতুন এই ব্লগ চীনা ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার সংবাদ, ফিদেল ক্যাস্ট্রোর লেখা কলাম, হিউগোর নিজস্ব বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি দিয়েই পূর্ণ। এছাড়া তার ব্লগ পোস্টে মন্তব্য সংখ্যাও নিতান্ত কম নয়।
তবে ম্যাশএবল জানিয়েছে, এসব মন্তব্যের প্রায় সবই ইতিবাচক, যা ম্যাশএবলের মতে ‘রহস্যময়’ বা ‘সন্দেহজনক’।
উল্লেখ্য, হিউগো শ্যাভেজ ইন্টারনেট জগতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন মূলত একটি ওয়েবসাইটে তার নামে মিথ্যা সংবাদ প্রচারণার পর থেকেই।
প্রথমে তিনি ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের কথা বলেন, টুইটারের বিরুদ্ধেও কিছু বক্তব্য দেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্যাভেজ অবশ্য পরবর্তীতে তিনি নিজেই টুইটারে যোগ দেন এবং সম্প্রতি একটি ওয়েবসাইটও খুলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি এই সাইটটি খুলেছেন মূলত বিরুদ্ধ প্রচারণা রুখে নিজেই সবাইকে সত্য জানাতে।
খবরটা এখান থেকে পাওয়া...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।