আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা -- এই মুহূর্তের উপহার

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

এক এই মুহূর্তে আমি একটি অনন্য সুন্দর ফুলের কথা ভাবছি। যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গেঁথে থাকা একটি অবিনাশী সুরের কথা ভাবছি। পড়ন্ত বিকেলে শান্ত নদীর তীরে ঘন ঘাসের উপর বসে থাকার দৃশ্য কল্পনা করছি। নিজকে পৃথিবীর সুন্দরতম রোমান্টিক কবিতার নায়িকা মনে করছি।

আমার কাছে এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে উর্বর ও সমৃদ্ধ সময়। এই মুহূর্তটা আমি তাই তোমাকেই দিলাম উপহার। দুই-সাহসী ভালোবাসা তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কি আছে? বাঁধা যদি আসে দু'জনার মাঝে বুক পেতে দাঁড়িয়ে বলবো ছিনিয়ে নাও দেখি সাধ্য কার আছে? তুমি আমার হবেনা এতবড় মিথ্যা পৃথিবীতে আর হতে পারেনা যদি মৃতু্ও এসে দাঁড়ায় মাঝপথে দু'জনার তবে মৃতু্ঞ্জয়ী হয়ে কেড়ে আনবো তোমায় ভালোবাসার চেনা ঠিকানায়। তুমি অন্যেল হবে এরচেয়ে বড় উপহাস পৃথিবীতে আর কি আছে? যদি সত্যি হয় তাই তবে বন্য হবো আমি।

পৌঁছে যাব পৃথিবীর আদি ঠিকানায়। বুকের রক্তক্ষরণে সৃষ্টি করবো আর একটি করে পদ্মা-মেঘনা-যমুনা সাধ্য কার এরপর আমার ভালোবাসার পৃথিবী শূন্য করে দিয়ে মুছে ফেলে তোমার নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.