প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
শেষরাত্রের ট্রেন ধরবার পর পেছনে তাকিয়ে
তোমার ঠোঁটের কার্নিশে দেখেছি অনির্বান দীপ
নিকোটিকেরোসিন শিরায় শিরায় ঘূর্ণিবাতাস
আর আমি জেনেছি,তোমার কাছে বারুদ আছে।
রোদ ছিলো কি আলগোছে মেঘঝাড়ের বিছানায়
তামাটে আর্তনাদে সযতনে পাহাড় ফেড়ে স্রোত
বাতাসের হাটে পাতার কেল্লা আর তোমার নাকের ডগায়
ফুটে ফুটে থাকে স্ফটিক,ঘনকুয়াশা হয়ে নাচে
লোমকূপ সব বিভৎস গল্পের অনাঙ্গি প্রতিরোধ
প্রিয়তমা,জানি তোমার ঠোঁটে বারুদ আছে।
শিরায় শিরায় আবার নাচে কেরোসিনিকোটিন
কশেরুকার লাভাস্রোতে লাল মদের চক্রিকা
ফের থামি কৌমুদী জোনাক রাত ভরা চোখ
তোমায় পূর্ণ নগ্ন করে আমি জেনেছি;প্রিয়তমা
তোমার চূড়া আর গুহা দেহে ঠাসা বারুদ আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।