ম্লান অনুভূতিতে বীলিন হওয়া গল্প
নিয়ে ফেরে অনন্ত কালের ইতিহাস।
বিষাদের বর্নিল আবরণে ঢাকা পরে
কোলাহল, বাধা কোন স্মৃতির রেখায়।
মুখ থুবরে ধুরে তাকায়
পিচঢালা পথের পিছুটানে।
চির ধরা এক তৃষ্ণা মিশে থাকে
স্তব্ধ আঁধার সময়ে,
হার না মানা ভূমিকায়
ডেকে নেয় কোন অজানায়
অদেখা স্বপ্নের বিপরীতে,
কোন অদৃশ্য সত্যের রুপে।
তবু নিভে যেতে হয়
চিরপরিচিত আবদ্ধ অন্ধকূপে
দূর পাড়ের দূরের কোন দিনে
মৃত্যু নামের গভীর ঘুমে
অস্পষ্ট সব আলোর পিছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।