আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলের গানে নারী

!!!
নজরুল নারীদের জাগাতে চেয়েছিলেন বহ্ণিশিখা রূপে। সৃষ্টির অর্ধেকের কৃতিত্ব দিয়েছিলেন নারীকে। বিখ্যাত গান “লাইলী তোমার এসেছে ফিরিয়া” গানে প্রেমিকা লাইলী’র মনের গভীর আকুতির প্রকাশ ঘটিয়েছিলেন পরমমাত্রায়। তার লেখায় জীবন্ত হয়ে উঠেন মোগল সম্রাজ্ঞী নূরজাহান, মমতাজ, মুসলিম নারী যোদ্ধা চাঁদ সুলতানা, শিরি-ফরহাদ উপাখ্যানের শিরি, ইরানী বালিকা, পল্লী বালিকা, মমীর দেশের মেয়ে, দারুচিনি দ্বীপের নারী, রূপকথার বোন পারুল, বেদেনী থেকে কৃষ্ণের আরাধ্য রাধা পর্যন্ত। তাই আজকের বিষয়ভিত্তিক গানের আয়োজনে থাকছে নারী শিল্পীদের কন্ঠে "নজরুলের গানে নারী" । ■ আমি পূরব দেশের পুরনারী- ফিরোজা বেগম ■ চমকি চমকি ধীর ভীরু পায়- ফিরোজা বেগম ■ চাঁদের কন্যা চাঁদ সুলতানা- ফেরদৌস আরা ■ দূর দ্বীপবাসিনী চিনি তোমারে- ফাতেমা তুজ জোহরা ■ নূরজাহান নূরজাহান- শাহীন সামাদ ■ পদ্মার ঢেউ রে- ফেরদৌসী রহমান ■ পরি জাফরানি ঘাগরী- ফাতেমা তুজ জোহরা ■ বাঁকা ছুরির মতন- ফিরোজা বেগম ■ মম তনুর ময়ূর সিংহাসনে- ফেরদৌস আরা ■ মমতাজ তোমার তাজমহল- ফেরদৌস আরা ■ মমের পুতুল মমীর দেশের মেয়ে- ফেরদৌস আরা ■ লাইলী তোমার এসেছে ফিরিয়া- সাবিনা ইয়াসমীন ■ শুকনো পাতার নূপুর পায়ে- ফেরদৌস আরা ■ শ্যাম তুমি যদি রাধা হতে- ফাতেমা তুজ জোহরা ■ সাত ভাই চম্পা জাগো রে- রুনা লায়লা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।