আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলের চাদ বিষয়ক লেখা



১) আধখানি চাদ হাসিছে আকাশে , আধখানি চাদ নীচে প্রিয়া তব মুখে ঝলকিছে ২) আবার ভালোবাসার সাধ জাগে সেই পুরাতন চাদ আবার নতুন লাগে ৩) চাদ হেরিছে চাদ মুখ তার সরশীর আরশিতে নাচে তরংগ , বাসনা ভংগ , সেই অংগ পরশিতে ব্যাখ্যা : চাদ তার রুপ পৃথিবীর নদীতে দেখছে... কিন্তু নদীর পানি নড়ে ওঠায় সে আশা ভংগ.. ৪) কেউ জ্বালে না আর আলো , তার চির দুখের রাতি কেউ দ্বার খুলে জাগে চায় নব চাদের তীথি কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের সৃতি ৫) "তৃতিয়া চাদের শাম্পানে চরি চলেছে আকাশ প্রিয়া আকাশ দরিয়া উতলা হলো গো পুতলায় বুকে নিয়া " ব্যাখ্যা : চাদকে কবি শাম্পান হিসেবে কল্পনা করেছেন .. ৬) কলংক ও জোস্নায় মিশা তুমি সুন্দর চাদ ৭) আধো রাতে যদি ঘুম ভেংগে যায় চাদ নেহারিয়া প্রিয় মোরে যদি মনে পড়ে বাতায়ন বন্ধ করে দিয়ো ৮) "সাঝ হেরে মুখ চাদ মুকুরে ছায়াপথ সীথী রচি চিকুরে কাদে ছায়ানটী কানন পুরে দুলে লটপট লতা কবরী বেলা গেল বধু ডাকে ননদী চল জল নিতে যাবি লো যদী কালো হয়ে আসে সুদুর নদী নাগরিকা সাজে , সাজে নগরী" ব্যাখ্যা : সন্ধা নিজেই যখন চাদ এর দিকে তাকিয়ে থাকে .. আয়না ভেবে .. ৯) চাদেরে কে চায় , জোস্না সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবেনা , আলো দিতে পোড়ে কত প্রদীপের প্রাণ আমায় নহে গো , ভালোবাসো শুধু , ভালোবাসো মোর গান ১০) "আমি চাদ নহি , চাদ নহি অভিশাপ , শুন্য গগনে আজো নিরাশায় আধারে করি বিলাপ " ব্যাখ্যা : চাদ নিজেই বলছে সে চাদ নয়, সে অভিশাপ .. বি: দ: *** সুধিন দাশ এর মতে .. নজরুলের চাদ শব্দটা তার সমগ্র সাহিত্যে দুই হাজার এর বেশী এসেছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।