আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলের কয়েকটি চলচ্চিত্র

জানতে ও জানাতে ভাল লাগে

নজরুলের কবি প্রতিভার সাথে আমরা সবাই পরিচিত। গীতিকার হিসাবে তার অসাধারণ অবদানের কথাও আমরা জানি। কিন্তু চলচ্চিত্রেও যে তিনি অসামান্য অবদান রেখেছেন সেই বিষয়ে অনেকেই অবহিত নই। নজরুল প্রতিভার নানা দিক নিয়ে আরো ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন। তিনি আমাদের জাতীয় কবি শুধু এ কারনে নয় সাহিত্য ও সংস্কৃতির নানা দিকের একজন মহৎ স্রষ্টা সে কারনেও। নজরুল অভিনেতা, গীতিকার, সুরকার, কাহিনীকার হিসাবে চলচ্চিত্রে সংশ্লিষ্ট ছিলেন। নজরুল সম্পৃক্ত ছিলেন এমন কয়েকটি চলচ্চিত্রের নাম এখানে উল্লেখ করা হলোঃ ১. নারী ২. ধূপছায়া ৩. প্রহলাদ ৪. বিষ্ণুমায়া ৫. ধ্রুব ৬. পাতালপুরী ৭. গ্রহের ফের ৮. বিদ্যাপতি (বাংলা) ৯. বিদ্যাপতি (হিন্দি) ১০. গোরা ১১. সাপুড়ে (বাংলা) ১২. সাপেরা (হিন্দী) ১৩. নন্দিনী ১৪. চৌরাঙ্গী (বাংলা) ১৫. চৌরাঙ্গী (হিন্দী) ১৬. দিকশূল ১৭. অভিনয় নয় ১৮. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (প্রামাণ্য চিত্র) ১৯. বিদ্রোহী কবি (প্রামাণ্য চিত্র) ২০. কবি নজরুল (প্রামাণ্য চিত্র) ২১. কাজী নজরুল ইসলাম (প্রামাণ্য চিত্র) সূত্রঃ চলচ্চিত্র জগতে নজরুল, অনুপম হায়াৎ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।