http://www.sonarbangladesh.com/blog/mdhasan/
"ঢাকার বাতাস" নামক একজন ব্লগারের পোষ্টটি দৃষ্টি আকষন করল। তিনি নজরুলের কিছু উপাধি দিয়েছেন, যেগুলো আমাদের অজানা ছিল। আমার খুব ভাল লাগল। ধন্যবাদ " ঢাকার বাতাস"
কবিকে তাঁর বহুমাত্রিক প্রতিভার কারণে প্রাসঙ্গীকভাবে বলে থাকিঃ
১। তিনি বিদ্রোহী কবি
২।
মানবতার কবি
৩। দুঃখী মানুষের কবি
৪। শিশুর কবি
৫। হিন্দু মুসলিম মিলনের কবি
৬। স্বাধীনতার সংগ্রামের কবি
৭।
প্রেমের কবি
৮। নারী মুক্তির কবি
৯। নিসর্গের কবি
১০। মুসলিম জাগরণের কবি
১১। অসা¤প্রদায়িক কবি
১২।
সংগীতজ্ঞ কবি
১৩। সকল প্রকার অন্যায়, অবিচার, অনাচার, শোষণ, কুশাসন এর প্রতিবাদী কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের মত নোবেল বিজয়ী হয়ে বিশ্বকবি হওয়ার যোগ্যতা তাঁর ছিলো। কিন্তু নোবেল প্রাইজের আয়োজকদের (পরাশক্তির) বিরুদ্ধে তিনি বললেন-
লাথি মার ভাংরে তালা
যত সব বন্দী শালায়
আগুন জ্বালা আগুন জ্বালা
ফেল ও পাড়ি।
আমি বিদ্রাহী ভৃগু
ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন।
যিনি মাতৃভূমির ও বিশ্ব মানবতার মুক্তির জন্য পরাশক্তি সমূহের বিরুদ্ধে লিখনীরূপ অস্ত্র ধরেছেন তিনি কোন রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক সুযোগ সুবিধা পান না।
কারণ এরূপ সমস্ত সংস্থাই শোষক, ধনীক, বণিক গোষ্ঠির নিয়ন্ত্রণে। তাই নোবেল প্রাইজ থেকে বঞ্চিতই শুধু নন তিনি বহুবার কারাবন্দী হয়ে নিষ্পেষিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে মস্তিস্কের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হয়েছেন। তবে পৃথিবীর মুক্তিকামী মানুষ এবং সংগ্রামী জাতি সমূহ তাঁকে যে সম্মান ও ভালবাসা দিয়েছেন তা নোবেল প্রাইজের চেয়ে অনেক বেশী মূল্যবান।
কবি ছিলেন সূর্য্যর প্রখর আলো সম।
তাঁর পরাক্রম ব্যক্তিত্ব, সাহস, মানবতার প্রতি অকৃ্ত্রিম ভালবাসা, তেজস্বীতা, অনুপ্রেরণা, বৈপ্লবিক চিন্তা চেতনা, বাস্তব তৎপরতা ইত্যাদি তাঁকে করেছে মহীয়ান ও গরিয়ান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।