আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা বিশ্লেষক (ব্লগের কারো কারো লেখার ভাব নিয়ে এ দুঃসাহস)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

দেখ, আমার শব্দগুলো, ছন্দ নিয়ে লেখা, ভালবাসায় আঁকা এটাকে আমার কবিতা ভাবতে ভাল লাগে। আমি ভাবি। তুমি বললে, এই তোর কবিতা, যা দুরে যেয়ে মর, ছ্যামরা! গন্ধ বের হবে। আমি চুপষে গেলাম, চিন্তার রেখায় ঘোড়ার দৌড় আমাকে শ্রান্ত করে দিল। আমি বললাম, দেখ আমার আবেগ, অর্থের আদি ও শেষ বেগ, দেখ আমার পটভুমি, আমার আকাশ আমার সমতল ভুমি, দেখ শব্দফুলে সয়লাব লাইনের বাগান, দেখ, সুগন্ধির প্রলেপ, দেখ খুসবুর যোগান। তুমি বললে- দুরে যেয়ে মর, ছ্যামরা! এসব কবিতা, ধূর ছাই, সাইডে দাড়া, সর, হাওয়া আস্তে দে। হতাশায়, আমি গুটিয়ে গেলাম, লজ্জাবতির মত নিজের ভেতর ডানা নিলাম ভাজিয়ে, আমি আমার ভেতরই গেলাম হারিয়ে, তবে কবিতা কি? বড় আশা নিয়ে দারস্থ হলাম তোমার (৩য় ব্যাক্তি), একটু কবিতার জ্ঞান চাই, দু হাত তুলে শব্দ-ভিক্ষ চাইলাম, আবেগের নিয়ন্ত্রন, শব্দের মার্জন, ঘর্ষন, গ্রহন, বর্জন রীতি চাইলাম, তুমিও ফিরিয়ে নিলে মুখ, শব্দর তীর বিদ্ব করে বুক, বললে এগুলো কবিতা, না, আমি জিঞ্জাসিলাম, কোনগুলো কবিতা, তুমি বললে, "আমার ব্লগ ঘুরে দেখে নিও,", কি দেখব?তুমি বললে "কবিতা"।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.