দেশের একমাত্র ক্যারিয়ার ম্যাগাজিন পাঞ্জেরী শিক্ষা সংবাদ। যদিও ম্যাগাজিনটিতে ক্যারিয়ারের পাশাপাশি শিক্ষা বিষয়ক ফিচার এবং জানা-অজানা, দেশ-বিদেশের নানা তথ্যমূলক প্রতিবেদন নিয়ে তথ্য সংবাদও প্রকাশিত হয়। ম্যাগাজিনটি শিক্ষার্থী, চাকরিজীবী, চাকরিপ্রার্থী সবার জন্যই প্রয়োজনীয় বলে আমার কাছে মনে হয়েছে। আপনার যদি পাঞ্জেরী শিক্ষা সংবাদ এখনও না পড়ে থাকেন তাহলে একটি সংখ্যা পড়ে দেখতে পারেন। আমার মনে হয় হতাশ হবেন না।
বিশেষ করে এ সময়ে কত ম্যাগাজিনই তো প্রকাশিত হয় সেগুলোর ভীড়ে এটি একটি শিক্ষা মূলক ম্যাগাজিন। ম্যাগাজিনটি প্রতি মাসে প্রকাশিত হয় পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। মূল্য ১৫ টাকা।
বি.দ্র. কেউ যদি আগ্রহী হন তাহলে নিউজ পেপার স্টলগুলোতে খুঁজে দেখতে পারেন। না পেলে আপনার পূর্ন নাম-ঠিকানাসহ আমাকে জানান।
আমি চেষ্টা করবো আপনার ঠিকানায় পাঞ্জেরী শিক্ষা সংবাদের একটি কপি পৌঁছে দিতে। আমার কাছে কিছু পুরনো সংখ্যা আছে। আপনারা যে কেউ নিয়ে পড়ে দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।