আমাদের কথা খুঁজে নিন

   

সৈকতের ঝিনুক পথে হেঁটে যায় দুরন্ত পাঞ্জেরী

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই হঠাৎ আলো পরশ বুলায় গর্বিত ভূমিকায় কেঁপে ওঠে কচি কিশলয় সবুজ মন হয় উচাটন স্বপ্ন আঁকে প্রথম বালুকায় ঘোরের ঘরে সময় উড়ে ইচ্ছে ঘুড়ির রঙিনপুরে প্রজাপতির রাঙা পাখা বিষাদ মেঘও ছিল মাখা পিছল পথের উল্টো রথে যায় তলিয়ে উষার আলো আঁধার ঘেরা ধূসর চরে কিসের কালো মন্দভালো বিজলি রেখায় চকিত হুশে হারা নাবিক পায় যে দিশে অকূল পাথার নেই কিনারা চিত্ত আবার পাগল পারা নীলের নেশায় ভুল ঠিকানায় স্বর্গ খুঁজে অলিক মায়ায় উড়ে যায় বালিহাঁস কাঙ্খিত নীরে পড়ে থাকে পালক স্মৃতির চরে একলা নির্জনে বলে যায় শ্যাওলা স্রোত থেমে থাকা জলে কষ্টের ফসিল জমে নাবিক লিলুয়া বাতাসে নতুন ভোরের চিঠি আবার নোঙ্গর তোলো মাস্তুলে লিখে দাও দারুচিনির বন্দরের ঠিকানা ডুবে যায় শুক্ল পক্ষের তিথি প্লাবিত চাঁদোয়ায় মাতাল অবারিত প্রান্তর জলসার বেহালায় সুখি বাসরের মন্তর সৈকতের ঝিনুক পথে হেঁটে যায় দুরন্ত পাঞ্জেরী বেদুঈন তাঁবুর আয়োজনে সঙ্গম মোহনার ছবি আঁকে দগ্ধ কান্ডারী *********** কান্ডারী অথর্ব ভাইয়ের পোস্টে লিখা ..........তার অসামান্য প্রেমাখ্যানের মুগ্ধ পাঠক ২. প্রত্যাশার পারদ যখন নেমেছিল জমিন পরে ঘোর অমানিশায় ঢেকেছিল পূবালি আকাশ অমাবস্যার আঁধারে ঢুবেছিল চারপাশ ফাগুন বাঁশরী আর গাইতো না গান চৈতালি সুরে বিষাদ মাল্লার পালে লুটিয়ে পড়েছিল সব লিলুয়া ঢেউ তখন কোজাগরি পূর্ণিমার আলো হয়ে ডুবন্ত পানসিতে জোনাক বাসর বাঁধিলো সেই কাঙ্খিত মন, যার বিমূর্ত চিত্র এঁকেছিল প্রাগৈতিহাসিক সময় মাধুরী তুলিতে এবার যুগল শব্দের এক কালোত্তীর্ণ মহাকাব্য লেখা হবে জানে ত্রিকাল পুরুষ- বিবর্ধিত বাসনার সিদ্ধিতে অনাগত কবিতার ছন্দে মুগ্ধ হোক নতুন আলেখ্য **** এটা লিখেছিলাম উচ্ছল জুটির ব্লগ পরিবারের মাঘের নীল আকাশ ভাইয়ার পোস্টে- সে পরিবারের অপর সদস্য হলের মেহেরুন আপু--- শুভ কামনা তাদের জন্য **আগে প্রায় পোস্টের এমন আকাম করতাম এখন অলস হওয়ায় জাতি এহেন দুষ্কর্ম থেকে মুক্তি পেয়েছে -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.