আমি মিথিলা
বখাটের উৎপাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আরও এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
গত কয়েক মাসে রাজধানীতে উম্মে কুলসুম ইলোরা, নাফশিয়া আকন্দ পিংকি, কিশোরগঞ্জে মরিয়ম আক্তার পিংকি ও আফরোজ মনিসহ কয়েকজন স্কুলছাত্রী বখাটের উৎপাতে আত্মহত্যা করেছে।
শনিবার স্কুল থেকে ফেরার পথে দুই বখাটে বড়ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শায়লা আক্তার তুলীকে (১৫) প্রেমে প্রস্তাব দেয়। সে বড়ইবুনিয়া গ্রামের বাসিন্দা।
এতে শায়লা রাজি না হলে তাকে চড় মারে এবং উড়না নিয়ে যায় বখাটেরা।
এ অপমানে রাতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়।
তারা অভিযোগ করে, পাশ্ববর্তী হোগলাবুনিয়া গ্রামের নওশের শেখের চেলে মামুন শেখ (২৫) ও মোসলেম শেখের ছেলে মগফর শেখ (২২) প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে শায়লাকে উত্ত্যক্ত করতো।
শনিবারের ঘটনাটি শায়লা তাদের না জানালেও আশপাশের লোকজনের কাছ থেকে তারা শুনেছেন।
শায়লার মা সলক বেগম সাংবাদিকদের জানান, প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে ওই দুই যুবক তার মেয়েকে উত্যক্ত করতো। তারা জোর করে তুলে নেওয়ারও হুমকি দিতো।
তাদের অভিভাবকের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বরং উৎপাত আরো বেড়ে গিয়েছিলো।
তিনি জানান, রোববার সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে দেখেন শায়লা অচেতন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাতে তিনি জানান, পুলিশ খোঁজখবর নিয়ে জেনেছে অভিযুক্ত শায়লাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অভিযুক্ত দুজনকে আসামি করে একটি মামলা করেছে।
কঠোর আইন করে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মানবাধিকার সংস্থা, সুশীল সমাজসহ বিভিন্ন মহল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।