আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত



গাজীপুরের টঙ্গীতে বখাটের ছুরিকাঘাতে আজ বুধবার সন্ধ্যায় স্কুলপড়ুয়া এক কিশোরী নিহত হয়েছে। হামলার পর নিজের পেটে নিজে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা চালান খুনি। গুরুতর আহত আবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাসরিন সুলতানা (১৪) টঙ্গীর শামসুদ্দীন মেমোরিয়াল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আর ঘাতক যুবক ওমর ফারুক (২৭) রাজমিস্ত্রির কাজ করেন।

আজ বিকেলে টঙ্গীর মরকুন মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাসরিনের বাবার নাম মো. নাসির। তিনি কুমিল্লার লাকসামে একটি কারখানার শ্রমিক। নাসরিনের মা মনোয়ারা বেগম টঙ্গীতেই কেটু সিগারেট ফ্যাক্টরিতে কাজ করেন। নাসরিন মায়ের সঙ্গে মারকুন এলাকার একটি বাসায় ভাড়া থাকত।

চার বোন ও এক ভাইয়ের মধ্যে নাসরিন তৃতীয়। নিহত নাসরিনের মামা আবুল হোসেন ভাসানী জানান, নাসরিনরা যে বাসায় ভাড়া থাকত, এক বছর আগে সে বাসায় নির্মাণকাজ করতে আসেন ওমর ফারুক। তখন তিনি নানাভাবে নাসরিনকে প্রেম নিবেদন করার চেষ্টা করেন। এ কারণে তখন নাসরিনের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে কাজ থেকে সরিয়ে দেন বাড়িওয়ালা। এর পরও নানাভাবে তাকে উত্ত্যক্ত করতেন ফারুক।

তিন মাস আগে স্কুল থেকে ফেরার পথে ফারুক নাসরিনের পথরোধ করে তার কাছে ছবি চান। ছবি না দিলে তাকে জোর করে স্টুডিওতে নিয়ে যেতে চান। নাসরিন এসে মায়ের কাছে এ অভিযোগ করে। ভাসানী জানান, সর্বশেষ আজ বিকেল পাঁচটার দিকে নাসরিনদের বাসায় ঢোকেন ফারুক। সঙ্গে ছিল একটি বড় ছুরি।

তিনি ঘরের দরজা আটকে প্রথমে নাসরিনের বুকে ছুরিকাঘাত করেন। সেই অবস্থায়ই নাসরিন ঘরের দরজার হুড়কো খুলতে এলে পেছন থেকে আবারও ছুরি মারেন ফারুক। দরজা খোলার পর তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেন। এরপর নাসরিনকে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার পুলিশ জানায়, নিজের পেটে ছুরি মারার পরও স্থানীয় বাসিন্দারা ফারুককে ধরে পিটুনি দেয়। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এর আগে গত ১৫ জুলাই বাসায় ঢুকে ইডেনের ছাত্রী মাহসিনা রব্বানী মেনকাকে (২৬) এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে প্রেমপ্রত্যাশী তারিকুজ্জামান কবির। তার আগে গত মার্চে গুলশানে ব্যবসায়ী সাদিকুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে (৪৫) গুলি করে খুন করে তাঁদের মেয়ের বন্ধু রুবেল।

মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় রুবেল তাঁদের খুন করে। তারপর মার্চেই কলাবাগানে বান্ধবীকে কুপিয়ে আহত করে আশরাফ নামের এক যুবক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.