কিছুদিন ধরেই অভ্র সম্পর্কে বিশিষ্ট এক আইটি স্পেশালিস্ট(!) এর বক্তব্য নিয়ে পুরো অনলাইন ওয়ার্ল্ডকে গরম করে ফেলেন তিনি... এর প্রতিবাদে বিভিন্ন ব্লগে, ফোরামে, ফেসবুকে, টুইটারে কোনখানেই এর প্রতিবাদ বাদ যায় নি! প্রতিবাদস্বরূপ বিভিন্ন ফোরাম, ব্লগে অভ্র সম্পর্কিত বিভিন্ন পোস্টার ব্যানার লাগানো হয়।
সেই ভাবনাকে কেন্দ্র করেই আরেকটু এগিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে।
এই হিসেবে অভ্রর জন্য টিশার্ট তৈরীর উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি নিয়েছে এদেশের জনপ্রিয় ফোরাম রংমহল ।
প্রিন্টের জন্য মনোনীত হওয়া টিশার্ট গুলো নীচে দেওয়া হল:
কালর উপলে লাল
কোডনেম: অভ্র ৬
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
লালের উপরে সাদা
কোডনেম: অভ্র ৯
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
লালের উপরে কালো
কোডনেম: অভ্র ১০
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
কালোর উপরে হলুদ (Avro 7)
কোডনেম: অভ্র ৭
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
শাদার উপরে খয়েরী
কোডনেম: অভ্র ১১
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
শাদার উপরে হলুদ
কোডনেম: অভ্র ১২
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
অন্যান্য:
অন্যান্য হিসেবে এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেছেন।
এটিও হতে পারে আপনাদের পছন্দ!
বড় করে দেখতে এখানে ক্লিক করুন...
কিভাবে পাবেন???
পাওয়ার জন্য একটি ফরম আপনাকে পূরণ করতে হবে।
এখানে আবেদন ফর্মটি দয়া করে পূরণ করুন।
এখানে একবারে একটি টিশার্টের জন্য আবেদন করতে হবে।
অন্যান্য বিভাগের গেন্জিটার জন্য ফর্মে অন্যান্য সিলেক্ট করে "লালের উপরে ঘুড়ি" লিখুন।
দাম কত?
একটি টিশার্টের দাম বর্তমানে ১০০ টাকা ধরা হয়েছে।
নিশ্চয়ই খুব বেশী না? কি বলেন? তবে এর সাথে পরিবহন খরচ অর্থাৎ কুরিয়ারে পাঠানোর টাকা এড হবে। অর্থাৎ সর্বসাকুল্যে ১৩০-১৪০ টাকা (স্থানভেদে কম বা বেশী হতে পারে) হবে।
সাইজ
ছোট, মিডিয়াম, বড় ও অতিরিক্ত বড় এই চারটি সাইজে পাওয়া যাচ্ছে।
আপনার হাতে গেন্জি:
আপনার হাতে গেন্জি পৌঁছানোর জন্য একটি ভাল ব্যাবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এজন্য আপনাকে ফরম পূরণ করে মোবাইলে ফ্লেক্সি করতে হবে।
ফর্ম পূরণ করার পর নিশ্চিতকরণ মেইলে এই নম্বর আপনারে দেওয়া হবে। কুরিয়ারের মাধ্যমে আপনার ঘরে গেন্জি পৌছে যাবে। সুতরাং ঘরে বসেই পেয়ে যান অভ্রর গেন্জি!!!
বি.দ্র. এই সবগুলো গেন্জির ডিজাইন করেছেন সবার প্রিয় গ্রাফিক্স ডিজাইনার মামুন সৃজন ভাই!
এই লিখাটি আমাদের রংমহলের আরেক ফোরামিক সাইফ দি বস ৭ এর সৌজন্যে।
সময় সীমিত দ্রুত অর্ডার করুন! আর অভ্রের পাশেই থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।