এবার বিটিসিএল চমক দেখালেন। অনেক দিন আগে থেকেই খবরে প্রকাশিত হচ্ছিল শ্রীলঙ্কায় সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামত করবে। আর তাতে সময় লাগবে ৭ দিন। ইন্টারনেট ব্যবহারকারী ও কল আদান প্রদান করার ক্ষেত্রে বিশাল সময়। অনেক দিন ধরেই খবরে সবাই উিদ্বগ্ন থাকলেও বিটিসিএল কিন্তু কোনো কিছুই জানাইনি।
অধিকাংশ এসটিএম ওই রাউট দিয়ে চলার কারণে সবার মনেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবার ভয় ছিলো। গতকাল পর্যন্ত ম্যাংগো টেলিসার্ভিস ও বলে দিয়েছে যে লিংকে কাজ করবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলার সরকারের পক্ষ থেকে কোনো খবর আসবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। তাহলে?? বিটিসিএল বিষয়টি অবগত বিধায় বিকল্্প চিন্তা করে কাজ শুরু করেছিলো।
তাই মেরামত চলাকালীন সময়ে এখন পর্যন্ত লিংকটি কোনো সমস্যা দেখা যাচ্ছেনা। তাহলে কী, না বলে বিটিসিএল এবার দেশবাসীকে চমক দেখোেলা??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।