আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালা কারে কই?

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

অঝোরে বৃষ্টি ঝরা হৃদয়ে চলছে খরা আজ এই মাতাল দিনে কাটে প্রহর তোমায় বিনে। তুমি এলেনা দেখে গেলেনা এমন বর্ষাধারা কাটছে তুমি ছাড়া! বৃষ্টি ঝরা ঢেউ কামনা জাগাইছে কেউ মন বলে তুমি যে সে কেন এলেনা যে? (এই)ঝর ঝর অঝোর রাতে রয়না মন বিছানাতে বাহিরে বর্ষা ঝরে (কেনো)ডাকোনা হাতটি ধরে কেমনে ঘরে রই জ্বালা কারে কই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।