আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
ভেঙ্গে দাও ঠুনকো কাঁচের দেয়াল
ভেঙ্গে দাও,
ভেঙ্গে দাও আমার ঠুনকো কাঁচের দেয়াল
খুলে দাও আমার আভিজাত্যের মুখোশ
তাহলেই পাবে,
বর্ণ-গন্ধহীন আমার নিখাদ মনের প্রতিচ্ছবি
খুলে যাবে,
মেকাপহীন আমার অন্দর মহলের সদর দরজা
তখন বিনা বাঁধায় প্রবেশ করতে পারবে
যখন যত খুশি তত গভীরে-
ভয় পেওনা,
বেশি কষ্ট করতে হবে না
একটা মাত্র ঢিল ছুঁড়ে দাও
একটা ভাঙ্গা ইটের খন্ড হলেই চলবে
চোখ বন্ধ করে ছুঁড়ে দাও কাঁচের দেয়ালে
দেখবে খান খান হয়ে ভেঙ্গে পড়বে সকল বাধা
ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে
তোমার পায়ের কাছে এসে পড়বে-
আমার সকল অহঙ্কার।
আমিও মুক্ত হতে পারব
তোমার ভালবাসায় সিক্ত হয়ে ডানা মেলতে পারব
খোলা আকাশে উড়ন্ত, মুক্ত বলাকার মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।