আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি ডিজিটাল বাংলাদেশে আছি নাকি সেই দাস প্রথার যুগে?

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই।

আজকের প্রথম আলো পত্রিকার শেষ পাতায় একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির মিরোনাম হল 'হাতুরী দিয়ে হাত-পায়ের আঙুল থেতলে দেওয়া হল শিশুটির'। বিষয়টি পড়ে আমার গায়ের সমস্ত লোমগুলো মিইরে উঠল! এইকি আমাদের ডিজিটাল বাংলাদেশ? এই কি আমাদের সভ্যতা?? নাকি আমরা এখনও দাস প্রথার যুগেই রয়ে গেছি আর মুখে ডিজিটাল বাংলাদেশের প্রলেপ বকছি।শিশুটির বয়স ৯ বছর্। ও একটা বড় অপরাধ করে ফেলেছিল। মালিকের বাড়ীতে কাজে না গিয়ে বই-খাতা নিয়ে স্কুলে পড়তে যাচ্ছিল। আর যার জন্য মনিবের তিন গুনধর ছেলে ওর হাত পায়ের আঙ্গুল গুলো হাতুরী দিয়ে থেতলে দিয়েছে। এখন প্রশ্ন হল এই অবস্থায় কি আমরা নিজেদের সভ্য শুশীল সমাজ হিসেবে নিজেদের দাবী করতে পারি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.