আমাদের কথা খুঁজে নিন

   

কৃষান

সমুদ্রে সমাধিস্থ হতে চাই

জল দেবতার পূঁজায় মাটির সঙ্গমে ভালবাসার বীজ বুনি অতঃপর অজস্র রজনি আর দুঃস্বপ্নের সহবাসে ঘামে শ্রমে ভালোবেসে আঁধারে বিলীন হতে হতে মাটির বিবর্ণতায় হৃদয় নিঙড়ানো জল সেঁচে ফলাই একগুচ্ছ রিক্ত ফসল। তৃষ্ণার পূজারী আমি মাটির পূজায় মাটির কাছাকাছি কখনওবা জল, চৈত্রের খরা, বায়ূ অথবা ঝড় সবারই ভিক্ষা মাগি সোনার ফসলের লাগি। এবং অতপর, শান বাঁধানো শয্যায় বিলেতি পারফিউম শরীরে গন্ধ শূঁকে শূঁকে আমার সে ধান খায় লুটেরায়। বাংলার কৃষান বুঝি না কর্পোরেট ভালোবাসার বোতলভর্তি ঘ্রাণ.. অথচ আমি তার যোগান দাতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।