আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট মাত্রার এই ধারাবাহিক ভূমিকম্প গুলো বড় কোন দূর্ঘটনার পূর্বাভাস নয় তো?

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
ভূমিকম্প নিয়ে মোটামুটি প্রচলিত দুটো বৈজ্ঞানিক মতবাদ আছে: ১. প্রায় ১০০ বছর পর পর ভূমিকম্প ঘুরে ফিরে একই জায়গায় আঘাত করে ২. বড় ভূমিকম্পগুলোর আগে মৃদু আকারে ভূমিকম্প হতে পারে বিগত কয়েক মাসে একাধিক বার হয়ে যাওয়া ছোট-মাঝারি আকারের ভূমিকম্পগুলো মনে শংকা ছড়াচ্ছে...ইতিহাস ঘাটাঘাটি করলে এই বঙ্গে (বিশেষত: সিলেট-কুমিল্লা বেল্টে) বেশ কিছু পুরোনো বড় ভূমিকম্পের রেকর্ড আছে। বাংলাদেশের বেশির ভাগ ভবনের নির্মান কাজে মান নিয়ন্ত্রণ কিংবা ভূমিকম্পের মাত্রা ধরে স্ট্রাকচারাল ডিজাইন কতোটুকু করা হয় সেটা নিয়ে প্রশ্ন থাকলেও মূল বিষয় হচ্ছে মাটির অবস্হা। যেমন পুরো চট্রগ্রামের মাটির ভারবহন ক্ষমতা ঢাকার মাটির ভারবহন ক্ষমতার গড়পড়তা ৫-১০ গুণ বেশি হবে। এছাড়া ঢাকার জন্য বড় সমস্যা হলো এর মাটির নীচের প্রায় ফাকাঁ একটি স্তর আছে। ৭-৮ মাত্রার একটি ভূমিকম্পে যে প্রলয় ঘটবে তার জন্য কি আমাদের বিন্দু মাত্র প্রস্তুতি আছে? কোন মনিটরিং? নাকি প্রলয় ঘটলেই আমরা সর্তক হবো!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।